kalerkantho২২ বছরের বন্ধন ছিন্ন করলেন আর্সেন ওয়েঙ্গার!

কালের কণ্ঠ অনলাইন   

২০ এপ্রিল, ২০১৮ ১৬:১৯২২ বছরের বন্ধন ছিন্ন করলেন আর্সেন ওয়েঙ্গার!

ছবি: এএফপি

আর্সেনালের সঙ্গে প্রায় ২২ বছরের সম্পর্কে এবার ইতি টানতে যাচ্ছেন কোচ আর্সেন ওয়েঙ্গার।আর্সেনালে  চুক্তির মেয়াদ ফুরানোর এক বছর আগেই আর্সেনালকে বিদায় বলে দিয়েছেন ফরাসি এই কোচ। আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগের তিনটি এবং এফএ কাপের সাতটি শিরোপা জিতেছেন তিনি। তবে টানা দ্বিতীয়বারের মতো সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় সম্প্রতি সমালোচিত হচ্ছিলেন তিনি।

১৯৯৬ সালের ১ অক্টোবর আর্সেনালের দায়িত্ব নেন ওয়েঙ্গার। বর্তমানে প্রিমিয়ার লিগের সবচেয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করা কোচ তিনি। রেকর্ড ৮২৩ ম্যাচে আর্সেনালের কোচের দায়িত্ব পালন করেছেন এই ফরাসি কোচ। কিন্তু এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের ছয়ে রয়েছে আর্সেনাল। এই পরিস্থিতিতেই সম্পর্ক ছেদের ঘোষণা দিলেন ৬৮ বছর বয়সী এই কোচ।

এক বিবৃতিতে ওয়েঙ্গার বলেন 'অনেকগুলো স্মরণীয় বছর ক্লাবটির হয়ে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ। আমি পূর্ণ দায়বদ্ধতা ও সততার সাথে ক্লাব সামলানোর চেষ্টা করেছি। আর্সেনাল প্রেমীর কাছে অনুরোধ থাকবে, সবাই ক্লাবের মূল্যবোধ ধরে রাখবেন।'

ওয়েঙ্গারের এই ঘোষণার পর পরবর্তী কোচ নিয়োগ দেওয়া নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে আর্সেনাল।মন্তব্য