kalerkanthoডি ভিলিয়ার্সের কাছে যা শিখেছিলেন বিরাট কোহলি

কালের কণ্ঠ অনলাইন   

১৯ এপ্রিল, ২০১৮ ১৭:৩৫ডি ভিলিয়ার্সের কাছে যা শিখেছিলেন বিরাট কোহলি

দুজনই বর্তমান বিশ্বের ভয়ংকরতম ব্যাটসম্যান। চলতি আইপিএলের একাদশ আসরে একই দলে খেলছেন দুজন। কিছু দিন আগেও জাতীয় দলের হয়ে সম্মুখ সমরে নেমেছিলেন বিরাট কোহলি আর এবি। হাড্ডাহাড্ডি লড়াইও হয়েছিল। কথার আক্রমণ ছিল। কিন্তু সেখান থেকেও যে ভালো কিছু পেয়েছিলেন ভারত অধিনায়ক। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সে কথা নিজেই বলেছেন কোহলি।

এই মুহূর্তে আইপিএলের সর্বোচ্চ রানের মালিক কোহলি বলেন, 'সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে আমি ওর থেকে বেশ কিছু বিষয় শিখেছি। সেটা থেকে আমি আমার খেলায়ও পরিবর্তন এনেছি।  যদিও এই কথাটা আমি এখনও ওকে জানাইনি।

২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল কোহলি বাহিনী। তারপর টি-টোয়েন্টি সিরিজেও ২-১ ব্যবধানে জয়। শুরুটা খারাপ হলেও ওই সফরের শেষটা দারুণভাবে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু কী শিখলেন কোহলি? আসলে টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ে পরিবর্তনই এনেছেন এবিকে দেখে।

কোহলি বলেন, 'আমি যখন ব্যাট করি তখন সারাক্ষণই ব্যাট মাটিতে ঠুকি। ওয়ানডে বা টি-টোয়েন্টিতে সেটা কাজ করে। কিন্তু টেস্ট ক্রিকেটে আমি দেখলাম, এবির ব্যাটিং একদম নিয়ম মেনে। যে বলে বিট হচ্ছে সে বলও ব্যাটের প্রান্তে লাগছে। আমি তখনই ওর থেকে সেটা দেখি এবং নিজের খেলায় প্রয়োগ করি। তাতে কাজও হয়।'মন্তব্য