kalerkanthoরোনালদোর শেষ মুহূর্তের গোলে হার এড়ালো রিয়াল

কালের কণ্ঠ অনলাইন   

১৯ এপ্রিল, ২০১৮ ১১:২৩রোনালদোর শেষ মুহূর্তের গোলে হার এড়ালো রিয়াল

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রায় হেরেই বসছিলো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালিস্ট স্প্যানিশ জায়ান্টরা। শেষ মুহূর্তে এসে দলকে হারের মুখ থেকে টেনে তোলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। মৌসুমে রোনালদোর ৪২তম গোলে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হার এড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের তিন মিনিট বাকী থাকতে করা সিআর সেভেনের গোলে ১-১ ব্যবধানে ড্র করেছে জিদানের দল।

পুরো ম্যাচে খেলেছেন আসলে রোনালদো-বেনজেমা-মার্সেলো-রামোস-অ্যাসেনসিও-ভাসকেজরাই। কিন্তু গোলেরই দেখা পাচ্ছিলেন না। ফুটবল যে গোলেরই খেলা। তবে এদিন রিয়ালের মাঠে ১৩তম মিনিটে এগিয়ে যায় বিলবাও। ইনিগো কর্দোবার ডিফেন্স চেরা পাস খুঁজে পায় ইনাকি উইলিয়ামসকে। এগিয়ে আসা গোলরক্ষক কেইলর নাভাসের উপর দিয়ে বল জালে পাঠান তিনি। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রোনালদোরা।

বিলবাও যখন জয়ের সুভাস পাচ্ছে, ঠিক তখনই জ্বলে ওঠেন রোনালদো। ৮৭তম মিনিটে লুকা মদ্রিচের শটে দারুণ দক্ষতায় দিক পাল্টে বল জালে পাঠান তিনি। এই জয়ে ৩৩ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই আছে রিয়াল। দিনের অন্য ম্যাচে গেটাফের কাছে ২-১ গোলে হেরে যাওয়া ভালেন্সিয়া ৬৫ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ৮৩ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

 মন্তব্য