kalerkanthoএবার শোয়েব আখতারকে মেরে ফেলল সোশ্যাল সাইট!

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মার্চ, ২০১৮ ১৪:৪৯এবার শোয়েব আখতারকে মেরে ফেলল সোশ্যাল সাইট!

বাস্তব জীবনের মতই ভার্চুয়াল জগতেও সচেতন, অজ্ঞ, সুযোগসন্ধানী আর অপরাধীদের মিলনমেলা। তবে সোশ্যাল সাইটের সবচেয়ে বাজে দিক হলো, বেশিরভাগ ব্যবহারকারী তথ্য যাচাই না করেই অন্ধের মত শেয়ার করে। সৃষ্টি হয় গুজবের। যেমনটা হলো 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' খ্যাত পাকিস্তানের সাবেক গতিদানব শোয়েব আখতারকে নিয়ে।

'মাত্র ৪২ বছর বয়সে চলে গেলেন রাউলপিণ্ডি এক্সপ্রেস!'- এই শিরোনামে একটি খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তোলপাড় পড়ে গিয়েছিল ক্রিকেটাঙ্গণে। গুজব থামাতে মঞ্চে আসতে হলো খোদ রাউলপিণ্ডি এক্সপ্রেসকে। টুইট করে তিনি সবাইকে আশ্বস্ত করলেন, 'এটা কেউ মজা করেছে। দারুণ চেষ্টা!'

ঘটনাটি গত মঙ্গলবারের। আশান কামাল পাশা নামে এক পাকিস্তানি ফেসবুকে পোস্ট করেন এই গুজব, 'আজ সকালে একটি ফলের দোকানের সামনে শোয়েব আখতার মারা গেছেন। বয়স হয়েছিল মাত্র ৪২ বছর।' 

এই ব্যক্তির পোস্ট থেকেই শোয়েব আখতারের মৃত্যুর গুজব ছড়ায়।

এই খবর সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে ওঠে। মৃত্যুর খবর দ্রুতই কানে পৌঁছায় শোয়েব আখতারের। নিজের মৃত্যুর গুজব খবরের প্রতিক্রিয়া দিলেন একবারে ইয়র্কার স্টাইলে। টুইটারে শোয়েব লেখেন, প্রতিদিন ওই ফলের দোকানে কাছ দিয়ে যাতায়াত করি। এটি ভালো একটা জোকস ছিল! দারুণ চেষ্টা করেছ ভাই।'

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন পাকিস্তানে অন্যতম এই ফাস্ট বোলার। বর্তমানে তার দেশের প্রত্যন্ত অলগলি থেকে তরুণ তুর্কিদের ফাস্ট বোলারের প্রশিক্ষণ দিচ্ছেন শোয়েব। এছাড়া বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। উল্লেখ্য, এর আগে পাকিস্তানি ক্রিকেটার উমর আকমলের মৃত্যু ঘিরে গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। শেষে তিনিও টুইট করে প্রমাণ করেন দিব্যি বেঁচে আছেন।

মৃত্যুর গুজব নিয়ে শোয়েবের টুইট:মন্তব্য