kalerkantho'এটাই আমার শেষ বিশ্বকাপ'

কালের কণ্ঠ অনলাইন   

২২ মার্চ, ২০১৮ ১৯:৫৬'এটাই আমার শেষ বিশ্বকাপ'

ফুটবলকে বিদায় জানানোর সময় ঘনিয়ে এলো। চলতি বছর রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ খেলেই জাতীয় দলের পোশাক খুলে রাখতে পারেন স্প্যানিশ ফুটবল সুপারস্টার আন্দ্রেস ইনিয়েস্তা। এল লারগুয়েরো রেডিও শো'তে এই স্প্যানিশ তারকা বলেন, 'এই মুহূর্তে এটিই হবে সম্ভবত আমার শেষ বিশ্বকাপ এবং জাতীয় দলের হয়ে কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ।'

২০০৬ সালে স্পেনের জাতীয় দলে অভিষেক হওয়ার পর ইনিয়েস্তা অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়েছেন। তার এই অবদান স্মরণ রাখবে স্প্যানিশ ফুটবল। জার্মানির বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচটি হবে তার ১২৩তম আন্তর্জাতিক ম্যাচ। আন্দনি জুবিজারেতা, জাবি, সার্জিও রামোস ও ইকার ক্যাসিয়াসের পর এটিই হবে স্প্যানিশ কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণের রেকর্ড।

বিশ্বকাপের আগে সবগুলো প্রীতি ম্যাচ এবং চূড়ান্ত আসরে দলকে ফাইনালে পৌঁছে দিতে পারলে সতীর্থ জাবিকে পেছনে ফেলে স্পেনের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়বেন ইনিয়েস্তা।

স্পেনের ফুটবল ইতিহাসে দেশটির সেরা সাফল্যে বড় ভূমিকা রেখেছেন ইনিয়েস্তা। দলকে ২০০৮ ও ২০১২ সালে পরপর ইউরোপীয় চ্যাম্পিয়ন শিরোপা এনে দেয়ার পাশাপাশি ২০১০ সালে স্পেনকে প্রথমবারের মতো এনে দিয়েছেন বিশ্বকাপ ফুটবলের শিরোপা। বিশ্ব আসরের ফাইনালে হল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোলটি এসেছে ইনিয়েস্তার পা থেকে।মন্তব্য