kalerkantho৪০০ উইকেটের মালিক হয়ে গেলেন ব্রড

কালের কণ্ঠ অনলাইন   

২২ মার্চ, ২০১৮ ১৭:৫৮৪০০ উইকেটের মালিক হয়ে গেলেন ব্রড

ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন স্টুয়ার্ট ব্রড। অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান প্রথম টেস্টের প্রথম দিনে আজ টম লাথামের উইকেট শিকার করে এই মাইলফলক স্পর্শ করেন ইংলিশ পেসার। যদিও নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৫৭ রানে অল-আউট হয়ে গেছে ব্রডের দল!

৩৯৯ উইকেট নিয়ে নিজের ১১৫তম টেস্ট খেলতে নামেন ৩১ বছর বয়সী ব্রড। দিবা-রাত্রির এই টেস্টে সান্ধ্যকালীন বিরতির পর প্রথম ওভারেই ২৬ রান করা টম ল্যাথাম মিড উইকেটে ক্রিস ওকসের তালুবন্দি হওয়ার সাথে সাথে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী জেমস এন্ডারসন। ১৩৪ টেস্টে তার মোট উইকেট ৫২২। লংগার ভার্সনে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় ১৫তম স্থানে নাম লেখালেন ব্রড। সবার উপরে রয়েছে লঙ্কান স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।মন্তব্য