kalerkantho


আলিশাবার সঙ্গে যৌনতা; মোহাম্মদ ভাইয়ের সঙ্গে ম্যাচ পাতানো!

কালের কণ্ঠ অনলাইন   

২২ মার্চ, ২০১৮ ১৭:২৭আলিশাবার সঙ্গে যৌনতা; মোহাম্মদ ভাইয়ের সঙ্গে ম্যাচ পাতানো!

স্ত্রী হাসিন জাহানের অভিযোগের পর ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামির একের পর এক কুকীর্তি প্রকাশিত হচ্ছে। হাসিনের অভিযোগ দুবাইতে আলিশাবার সঙ্গে যৌন সম্পর্কে মেতেছিলেন শামি। পাশাপাশি উঠে এসেছিল ম্যাচ গড়াপেটার মতো মারাত্মক অভিযোগও। এই অভিযোগের পেছনে একটি নাম বারবারই আসছিল- মোহাম্মদ ভাই। কিন্তু কে এই মোহাম্মদ ভাই?

হাসিনের অভিযোগে শুরু থেকেই উঠে এসেছিল তিন রহস্যময় চরিত্র। নাগপুরের মঞ্জু শর্মা, করাচির আলিশাবা এবং লন্ডনের জনৈক ব্যবসায়ী মোহাম্মদ ভাই। এরমধ্যে শামির দুবাইপর্ব বেশ জমজমাট। হাসিনের অভিযোগ দুবাইতে আলিশাবার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন শামি। পাশাপাশি উঠে এসেছিল গড়াপেটার মতো মারাত্মক অভিযোগও।

যদিও হাসিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথম থেকেই শামি বলে আসছেন, মোহাম্মদ ভাইয়ের প্রেরিত টাকা নেওয়ার উদ্দেশ্যেই দুবাইয়ের হোটেলে সাক্ষাৎ হয়েছিল আলিশাবার সঙ্গে। এর মধ্যে মঞ্জু শর্মা ও আলিশাবা সংবাদমাধ্যমে প্রকাশ্যে এসেছিলেন। কিন্তু মোহাম্মদ ভাই সম্পর্কে কিছু জানা যাচ্ছিল না।

আলিশাবা সংবাদমাধ্যমে বলেছিলেন, 'শামিকে ভীষণ শ্রদ্ধা করি। আমরা ভালো বন্ধুও হয়ে গিয়েছিলাম। ও দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরছিল। ঘটনাচক্রে আমিও আমার বোনের বাড়ি যাচ্ছিলাম। অন্যরা যেমন সেলিব্রিটিদের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, তেমনটা ঘটেছে আমার ক্ষেত্রেও।'

এবার সেই আলোচিত মোহাম্মদ ভাই বললেন, 'আমার বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। একজন ভারতীয় হিসেবে কখনই নিজের দেশকে ডোবাতে পারব না আমি।'

দেশকে ডোবাতে না চাইলেও শামিকে ডুবিয়ে মোহাম্মদ ভাই বললেন, 'আলিশাবা নামক কোনো মেয়েকে আমি কোনোকালেও চিনতাম না। মিডিয়ার মাধ্যমেই সম্প্রতি তার বিষয়ে জানতে পেরেছি। যে কারণে তার সঙ্গে আমার কোনোরকম আর্থিক লেনদেন হওয়ার কোনো সুযোগ নেই। এসব বিষয় পুরোপুরি মিথ্যা।'মন্তব্য