kalerkantho


আরও বড় বোনাসের আগাম ঘোষণা দিলেন বিসিবি সভাপতি

টাইগারদের জন্য কোটি টাকার বোনাস

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মার্চ, ২০১৮ ১৮:৪১টাইগারদের জন্য কোটি টাকার বোনাস

ছবি: এএফপি

এক ম্যাচ জিতেই ক্রিকেটবিশ্বকে নাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। অঘোষিত সেমিফাইনালে রূপ নেওয়া শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচটিতে ২ উইকেটের জয়ে নিদাহাস ট্রফির ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। দলকে জিতিয়ে আবারও হিরো হয়ে গেছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। এমন আনন্দের মুহূর্তে টাইগার শিবিরে এলো আরও এক সুখবর। কোটি টাকার বোনাস!

ফাইনাল নিশ্চিত হওয়ায় ক্রিকেটারদের জন্য কোটি টাকার বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার এই বোনাসের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশের অসাধারণ জয়ের পর দারুণ উচ্ছসিত তিনি। কোটি টাকার বোনাস ঘোষণার পাশাপাশি আরও বড় বোনাসের আগাম ঘোষণা দিয়ে রাখলেন তিনি।

নাজমুল বলেছেন, 'বিশ্ব চ্যাম্পিয়ন দলের সঙ্গে লড়াই করে, দেশের বাইরে ফাইনালে উঠে আসা আমাদের জন্য বিরাট ব্যাপার। গতকালের ম্যাচের পর খেলোয়াড়দের জন্য একটা বোনাস ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে এটাও বলা হয়েছে, সিরিজ এখনো শেষ হয়নি। আসল খেলাটাই আগামীকাল (রবিবার)। ওখানে যদি ভালোভাবে খেলতে পারে, তাহলে বোনাস আরও বাড়বে। আপাতত খেলোয়াড়দের জন্য এক কোটি টাকা ঘোষণা করা হয়েছে।'মন্তব্য