kalerkanthoমারমারি করে জরিমানা গুনলেন ওয়ার্নার-ডি কক

কালের কণ্ঠ অনলাইন   

৮ মার্চ, ২০১৮ ২০:৫৫মারমারি করে জরিমানা গুনলেন ওয়ার্নার-ডি কক

সিসিটিভি ফুটেজে ধরা পড়া ওয়ার্নার-ডি'ককের হাতাহাতির দৃশ্য। ছবি: ভিডিও থেকে

দক্ষিণ আফ্রিকা সফরে এসেই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন অজি সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। প্রোটিয়া উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি ককের সঙ্গে তার হাতাহাতির ভিডিও এখন ভাইরাল। এমন অনাকাঙ্খিত ঘটনায় দ্রুত তদন্তের ঘোষণা দেয়ে দুই দেশের বোর্ড এবং আইসিসি। তদন্ত শেষে দুই ক্রিকেটারকেই জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

ওয়ার্নারকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন ওয়ার্নার। অন্যদিকে ডি কককে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ডি ককের বিপক্ষে লেভেল ওয়ান অপরাধও আনা হয়। তাই আইসিসির শুনানিতে যেতে হয় তাকে। ম্যাচ রেফারি জেফ ক্রোর শুনানি শেষে এ বাঁ-হাতি ব্যাটসম্যানের জরিমানা ঘোষণা করে আইসিসি।

ডারবানে অনুষ্ঠতি চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের চা-বিরতিতে যাওয়ার সময় ড্রেসিংরুমের সিড়িতে ওয়ার্নারের সাথে কথা কাটাকাটিতে জড়ান ডি কক। একপর্যায়ে সেটি হাতাহাতিতে রূপ নেয়।সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে বিব্রতকর অবস্থায় পড়ে ক্রিকেটের শীর্ষ দুই দলের ক্রিকেট বোর্ড। ম্যাচটিতে ১১৮ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।মন্তব্য