kalerkantho২৯ বছর পর বার্সেলোনায় ইংলিশ ফুটবলার

কালের কণ্ঠ অনলাইন   

৮ মার্চ, ২০১৮ ২০:২০২৯ বছর পর বার্সেলোনায় ইংলিশ ফুটবলার

ছবি: ইএসপিএন

দীর্ঘ ২৯ বছর পর প্রথম কোনো ইংলিশ ফুটবলারকে মাঠে নামিয়েছে বার্সেলোনা। এস্পানিয়লের বিপক্ষে গত বুধবারের ম্যাচে একাদশে ছিলেন ইংলিশ ফুটবলার মার্কাস ম্যাকগুয়ানে। ম্যাচটিতে টাইব্রেকারে জয় তুলে নিয়ে কাতালান সুপার কাপের শিরোপা ঘরে তোলে লা লীগার শীর্ষ পয়েন্টধারীরা।

ম্যাচের ৭৭তম মিনিটে অ্যালেক্স ভিদালের বদলি হিসেবে মাঠে নামেন গত জানুয়ারিতে আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমানো ১৯ বছর বয়সি ইংলিশ ফুটবলার মার্কাস। ক্যাম্প ডি'স্পোর্টস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-২ গোলে জিতে নেয় বার্সেলোনা।

সর্বশেষ ১৯৮৯ সালে বার্সেলোনার হয়ে খেলেছিলেন ইংলিশ ফুটবলার গ্যারি লিনেকার। এর পর আর কোন ইংলিশ ফুটবলারকে বার্সেলোনার হয়ে মাঠে খেলতে দেখা যায়নি।মন্তব্য