kalerkanthoনতুন কোচের নাম বললেন না বিসিবি প্রধান

কালের কণ্ঠ অনলাইন   

৮ মার্চ, ২০১৮ ১৮:৩৬নতুন কোচের নাম বললেন না বিসিবি প্রধান

ফাইল ছবি

প্রধান কোচ ছাড়াই শ্রীলঙ্কায় ত্রিদেশীয় নিদাহাস ট্রফি খেলতে গেছে বাংলাদেশ। আজ ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে লড়বে মাহমুদ উল্লাহ রিয়াদের দল। এই সফরে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পেয়েছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। কিন্তু নতুন কোচ আসবেন কবে? বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন নতুন কোচ আসার সময়সীমা বললেও তার নাম প্রকাশ করলেন না। বললেন, চেনা-জানা একজনই কোচ হিসেবে আসছে।

কদিন আগে বিসিবি প্রধান বলেছিলেন, এবার শ্রীলঙ্কায় দলের সবকিছু দেখভাল করবেন তিনি নিজেই। তার সেই মিশনে গতকাল বুধবার তিনি শ্রীলঙ্কায় পা রেখেছেন। আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান বললেন, 'প্রধান কোচ যাকে বেছে নেওয়া হয়েছে, তিনি ভালোই। সকলে জানে-চেনে, এমন একজনই। হাথুরুসিংহে যেমন আনকমন ছিল ওই সময়টায়, তেমন নয়। এটা চেনা নামই।'

আগামী মাসেই নতুন কোচ পাচ্ছে বাংলাদেশ- এমন আশার বাণী শুনিয়ে বিসিবি প্রেসিডেন্ট আরও বললেন, 'এখন যার সঙ্গে চলছে (আলোচনা), আমাদের জানা মতে সে এপ্রিলে যোগ দেবে দলের সঙ্গে। আমার ধারণা, এপ্রিলের প্রথম সপ্তাহেই হতে পারে। তবে যতক্ষণ না আসে, আর কিছু বলতে চাচ্ছি না।'

শ্রীলঙ্কার বর্তমান কোচ চন্দিকা হাথুরুসিংহে বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর দুজন কোচের ইন্টারভিউ নিয়েছিল বিসিবি। তারা হলেন রিচার্ড পাইবারস এবং ফিল সিমন্স। দুজনের কাউকেই মনে ধরেনি বিসিবির। সিমন্স দায়িত্ব নিয়েছেন আফগানিস্তানের। আর পাইবাস হয়েছে ওয়েস্ট ইন্ডিজের হাই পারফর্মেন্স দলের ডিরেক্টর। ঘরের মাঠে তিনটি সিরিজে টেকনিক্যাল ডিরেক্টরের মোড়কে কোচের দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ সুজন। তবে ব্যাপক সমালোচনার পর শ্রীলঙ্কা সফরে ক্যারিবিয়ান কিংবদন্তি ওয়ালশকেই অন্তবর্তী কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।মন্তব্য