kalerkanthoছন্নছাড়া আর্সেনাল!

কালের কণ্ঠ অনলাইন   

২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ১৬:২৭ছন্নছাড়া আর্সেনাল!

ছবি: এএফপি

ইউরোপা লিগেও এ পর্যন্ত আর্সেনালের যাত্রাপথ উত্থান-পতনে ভরা। দুঃসময় কিছুতেই যেন কাটতে চাইছে না। এক ম্যাচে সাফল্য মেলে তো পরের ম্যাচেই হারের মুখ দেখতে হচ্ছে আর্সেনালেরদের। যদিও প্রি-কোয়ার্টারে জায়গা করে নেওয়ার পথে এখনও পর্যন্ত বড়সড় প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়নি তাদের। ওয়েঙ্গারের শিষ্যদের শেষবার পর পর দুই ম্যাচে জয় পেতে দেখা গিয়েছিল গত বছর ডিসেম্বরে। সুতরাং ধারাবাহিকতার অভাব স্পষ্ট ধরা পড়ছে আর্সেনালের খেলায়।

শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার লক্ষ্যে ঘরের মাঠে আর্সেনালের লড়াই ছিল ওস্তারসান্ডসের বিপক্ষে। নিজেদের দূর্গে অনামী প্রতিপক্ষের বিপক্ষে ১-২ গোলে হারতে হলেও ওয়েঙ্গারদের বাঁচিয়ে দেয় প্রথম লেগের জয়। গত সপ্তাহে ওস্তারসান্ডসকে তাদের ঘরের মাঠে ৩-০ গোলে পরাজিত করে আর্সেনাল। ফিরতি লেগে হারের পরেও আর্সেনাল ইউরোপা লিগের প্রি-কোয়ার্টারে পৌঁছে যায় ৪-২ ব্যবধানে।

প্রথমার্ধে মাত্র ৭০ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করে ওস্তারসান্ডস ২-০ গোলের লিড নিয়ে নেয়। ম্যাচের ২২ মিনিটের মাথায় সামান ঘোড্ডোসের পাস থেকে আর্সেনালের জালে বল জড়ান হোসাম আয়েস। ২৩ মিনিটে সেই ঘোড্ডোসের ক্রস থেকেই ওস্তারসান্ডসের ব্যবধান দ্বিগুণ করেন কেন সেমা। ৪৭ মিনিটে হেক্টর বেলেরিনের পাস থেকে আর্সেনালেরদের ব্যবধান কমিয়ে ২-১ করেন কোলাসিনাচ। ওয়েঙ্গার ম্যাচে বিশ্রাম দিয়েছিলেন ওজিলসহ তিনজন প্রথম দলের তারকাকে।মন্তব্য