kalerkanthoমেসিকে গোল করতে দেওয়া হবে না: চেলসি কোচ

কালের কণ্ঠ অনলাইন   

১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ১১:৫১মেসিকে গোল করতে দেওয়া হবে না: চেলসি কোচ

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে মঙ্গলবার রাতে কাতালান জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী চেলসি। এই দলটির বিপক্ষে বার্সার সবচেয়ে বড় সুপারস্টার লিওনেল মেসির রেকর্ড সবচেয়ে বাজে। ৮ ম্যাচ খেলে একটিও গোল পাননি তিনি। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটার ম্যাচে মেসির এই বাজে রেকর্ডকে দীর্ঘায়িত করতে চান চেলসি কোচ আন্তোনিও কন্তে।

সংবাদ সম্মেলনে কন্তে বলেছেন, 'মেসিকে আটকানো সহজ হবে না। কারণ ওকে আমরা ভালো করেই জানি। বিশ্বের অন্যতম সেরা একজন খেলোয়াড় সে। আমরা মাঠে দলগতভাবে খেলতে চাই। সে (মেসি) আমাদের মূল টার্গেটে থাকলেও তাকেই কেবল থামাতে চেষ্টা করব না। মেসিকে ম্যান-মার্কিং করলে তা খুবই বিপজ্জনক হতে পারে। তবে ওকে গোল করতে দেব না আমরা।'

চেলসির বিপক্ষে মেসির গোল না পাওয়ার রেকর্ডটটি দীর্ঘায়িত করা প্রসঙ্গে কন্তে আরও বলেন, 'আশা করছি, আমরা এই ধারাবাহিকতা ধরে রাখব। তবে আমরা অসাধারণ একজন খেলোয়াড় সম্পর্কে কথা বলছি। তার প্রতি আমাদের অবশ্যই অনেক সম্মান থাকতে হবে। এই ধরনের ম্যাচ খেলতে ওকে আটকানোর চ্যালেঞ্জ নিতে আমরা অবশ্যই রোমাঞ্চিত।'মন্তব্য