kalerkantho


বেদম মার খাওয়া সাইফ উদ্দিনকে নিয়ে তবু আশা...

কালের কণ্ঠ অনলাইন   

১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ১৪:৩৬বেদম মার খাওয়া সাইফ উদ্দিনকে নিয়ে তবু আশা...

ফাইল ছবি

যাকে নিয়ে দেশের ক্রিকেট এত আশা করছে, এত সম্ভাবনা দেখা যাচ্ছে যার মধ্যে সেই সাইফ উদ্দিন বারবার সমালোচিত হচ্ছেন খরুচে বোলিং করে। দক্ষিণ আফ্রিকা সফরে শেষ টি-টোয়েন্টিতে 'কিলার' মিলারের হাতে এক ওভারে পাঁচ ছক্কা খাওয়ার পর ঘরের মাঠে গতকাল বৃহস্পতিবার ২ ওভারে দিয়েছেন ৩৩ রান। এক ওভারে চার খেয়েছেন ৪টি। তারপরেও এই তরুণ পেস বোলিং অল-রাউন্ডারকে দোষ দেননি অধিনায়ক মাহমুদ উল্লাহ।

গতকাল ম্যাচ শেষে বিধ্বস্ত অবস্থায় সংবাদ সম্মেলনে মাহমুদ উল্লাহ বলেন, 'আমার মনে হয় একটা বাজে ম্যাচ গেছে। হয়ত বা ওর পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারেনি ও। চেষ্টা করছিল। কিন্তু যেভাবে মাঠ সাজানো হয়েছিল, যে লেংথে আমি চাচ্ছিলাম, সেই লেংথে বল করতে পারেনি। আমার মনে হয়, এটা নিয়ে সে কাজ করবে।'

নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ স্কোর ১৯৩ রান করেও শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। সেটাও আবার ২০ বল বাকী থাকতেই। এর পেছনে পুরোটাই দায় বোলারদের। লাইন-লেন্থ কী জিনিস সবাই মনে হয় ভুলে গিয়েছিল। একমাত্র অভিষিক্ত স্পিনার নাজমুল ইসলাম অপুই ছিলেন কম খরুচে। উইকেটও নিয়েছেন ২টি। তবে গত কয়েকটি সিরিজের ইতিহাসের প্রেক্ষিতে প্রশ্ন উঠছে সাইফ উদ্দিনের টেম্পারমেন্ট নিয়ে।

মাহমুদ উল্লাহ অবশ্য সাইফ উদ্দিনের পাশেই দাঁড়ালেন। দিলেন আশ্বাস, 'খেলতে খেলতেই শিখবে, অসুবিধা নেই। সাইফ উদ্দিনই একদিন ম্যাচ জেতাবে বাংলাদেশকে। এটা আমি বিশ্বাস করি। যত দ্রুত ভুলগুলো থেকে শিখবে, ওর জন্য ভালো, আমাদের দলের জন্যও ভালো। আমার মনে হয় শুধু ওর ঘাড়ে দোষ দেওয়া ঠিক হবে না। পুরো বোলিং ইউনিটই ব্যর্থ হয়েছে অপু ছাড়া। আমাদের বোলিং নিয়ে আরও কাজ করতে হবে।'মন্তব্য