kalerkantho


আবারও বল লেগে ক্রিকেটারের মৃত্যু!

কালের কণ্ঠ অনলাইন   

১২ ফেব্রুয়ারি, ২০১৮ ১৪:৪৬আবারও বল লেগে ক্রিকেটারের মৃত্যু!

ফিল হিউজ। ক্রিকেট ইতিহাসের এক বেদনার নাম। ক্রিকেট মাঠে বল লেগে খুব কম বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। আবার সেই স্মৃতি ফিরে আসল ক্রিকেট মাঠে। এবার অনুশীলনের সময় মাথায় বল লেগে নিহত হলেন ভারতের নবদ্বীপের এক দৃষ্টিহীন ক্রিকেটার।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল রবিবার নবদ্বীপ ব্লাইন্ড স্কুলের ছাত্র মিরাজুল মল্লিক বন্ধুদের সঙ্গে স্কুলের মাঠে ক্রিকেট খেলছিল। সেসময়ই সহপাঠী বোলারের ছোড়া একটি বাউন্সার তার মাথায় এসে লাগে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন মিরাজুল। দ্রুত সময়ের মধ্যে তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার আগেই জীবনদীপ নিভে গেছে মিরাজুলের।

আরো পড়ুন  এমন অদ্ভুত ঘটনাও ঘটতে পারে ক্রিকেটে!

১৯৯৮ সালে ঢাকার ঘরোয়া লিগে মেহরাব হোসেন অপির একটি শট গিয়ে লেগেছিল শর্ট লেগে দাঁড়ানো আবাহনীর ভারতীয় ক্রিকেটার রমন লাম্বার মাথায়। তিন দিন হাসপাতালে থেকে মারা যান তিনি।

আরো পড়ুন  'নেইমার অহংকারী নয়; সবাই ওকে ভুল বুঝে'

এরপর ২০১৪ সালে শেফিল্ড শিল্ডের ম্যাচে শন অ্যাবটের ভয়ংকর এক বাউন্সার মাথায় আঘাত করে হিউজের। তিনিও তিনদিন যমের সঙ্গে লড়াই করে হেরে যান।মন্তব্য