kalerkantho


ইংলিশ ফুটবলে বাড়ছে বর্ণবাদ, সমকামীতা

কালের কণ্ঠ অনলাইন   

৯ ফেব্রুয়ারি, ২০১৮ ০৯:৫৭ইংলিশ ফুটবলে বাড়ছে বর্ণবাদ, সমকামীতা

পৃথিবী থেকে বর্ণবাদ বিলুপ্ত করতে অনেক আন্দোলন সংগ্রাম প্রচার প্রচারণা হলেও এর শেকড় উপড়ে ফেলা সম্ভব হচ্ছে না। আধুনিক বিশ্বে প্রযুক্তির সর্বোচ্চ অবস্থানে থেকেও খোদ ইংল্যান্ডে বর্ণবাদের শেকড় এখনও মাটির অনেক গভীরে। এর থেকে মুক্ত নয় ইংলিশ ফুটবলও! পাশাপাশি আছে সমকামীতার ঘটনাও। এর দরুণ অনেকেই জোরপূর্বক শারিরীক নিগ্রহের শিকার হচ্ছে।

একটি পর্যবেক্ষণ সংস্থার রিপোর্টে বলা হয়েছে যে, ইংলিশ ফুটবলে বর্ণবাদ ও সমকামীতা ক্রমেই বাড়ছে। 
'কিক ইট আউট' নামের সংস্থাটি তাদের মধ্য সেশনের রিপোর্টে জানিয়েছে, ২০১৭ সালের শেষ দিকে ২৮২টি মামলার বিপরীতে ৩০০টিরও বেশি রিপোর্ট তাদের হাতে এসেছে। যা আগের মৌসুমের চেয়ে ৫৯টি বেশি। ওই মৌসুমে এমন ঘটনা ঘটেছিল ১৭৭টি।'

পেশাদার এবং আধা পেশাদার লিগগুলোতে এই বর্ণবাদের চিত্র সবচেয়ে ভয়াবহ। উল্লেখিত সংখ্যার মধ্যে ১৩১টি অভিযোগই এসেছে জাতীয় লিগ ও এর ওপরের সারির ম্যাচে ঘটা ঘটনায়। যা আগের মৌসুমের চেয়ে ৭৫ শতাংশ বেশি। এসব ঘটনার অর্ধেকের মত বর্ণবাদী অভিযোগ। প্রতি ৫টি ঘটনার একটি হলো সমকামীতার জন্য জোরপূর্বক শারিরীক নিগ্রহের। এছাড়া ১০টির একটি ভাষাগত বিরোধ থেকে।মন্তব্য