kalerkantho


সুযোগ পেয়েই বউ নিয়ে স্মিথের টেনিস দেখা

কালের কণ্ঠ অনলাইন   

২৩ জানুয়ারি, ২০১৮ ১২:৫৬সুযোগ পেয়েই বউ নিয়ে স্মিথের টেনিস দেখা

অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের টেনিস প্রীতির কথা অজানা নয় কারও। সুইস মহাতারকা রজার ফেদেরারের মারাত্মক ভক্ত তিনি। এই মুহূর্তে ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলছে অজিরা। 

আরও পড়ুন: ইতিহাস গড়তে তামিমের চাই ৬৬ রান

প্রথম তিন ম্যাচ হেরে ৫ ম্যাচের সিরিজ খোয়ানোর পর স্মিথ দম্পতিকে দেখা গেল অস্ট্রেলিয়ান ওপেনের গ্যালারিতে। স্ত্রী ডানি উইলিসকে নিয়ে সাধারণ দর্শকদের গ্যালারিতে বসেই আনন্দ উল্লাস করতে করতে দেখলেন সার্বিয়ান সুপারস্টার নোভাক জকোভিচ আর দক্ষিণ কোরিয়ার হিয়ন চুংয়ের লড়াই। 

আরও পড়ুন: মেসিকে 'খারাপ ফুটবলার' বললেন রোনালদো!

একই দিনে তারা দেখা পেলেন টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরারের। এই সুইস মহানায়ককে পেয়ে ছবি না তুলে কি থাকা যায়? ছবি তুলে টুইটারে পোস্ট করে স্মিথ লিখছেন, 'অস্ট্রেলিয়ান ওপেনে তোমার জন্য অনেক শুভকামনা।'মন্তব্য