kalerkantho


যথারীতি প্যাভিলিয়নে বিজয়

কালের কণ্ঠ অনলাইন   

২৩ জানুয়ারি, ২০১৮ ১২:২৫যথারীতি প্যাভিলিয়নে বিজয়

ছবি: এএফপি

তামিম ইকবালের যোগ্যতম সঙ্গী নিয়ে আরও ভাবতেই হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজম্যান্টকে। সর্বশেষ দুই ম্যাচে ২ অংক স্পর্শ করা এনামুল হক বিজয় আজ আউট হলেন ৭ বলে ১ রান করে। বাংলাদেশের দলীয় ৬ রানে কাইলি জার্ভিসের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। রেকর্ডের মুখে দাঁড়িয়ে থাকা তামিম ইকবালের সঙ্গী হয়েছেন তার প্রিয়বন্ধু  সাকিব আল হাসান।

আরও পড়ুন: মেসিকে 'খারাপ ফুটবলার' বললেন রোনালদো!

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ। আজকের ম্যাচটি জিতলে হাবিবুল বাশারকে ছাড়িয়ে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়বেন মাশরাফি। এছাড়া এই ম্যাচে ৬৬ রান করলেই প্রথম বাংলাদেশি হিসেবে ৬ হাজার রান এবং একই ভেন্যুতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়বেন তামিম ইকবাল।

আরও পড়ুন: ইতিহাস গড়তে তামিমের চাই ৬৬ রান

বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

আরও পড়ুন: হাবিবুল বাশারের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মাশরাফি

জিম্বাবুয়ে দল: গ্রায়েম ক্রেমার, হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, ব্লেজিং মুজারাবানি, তেন্দাই চাতারা, কাইল জার্ভিস।মন্তব্য