kalerkantho


ক্রিকেটপ্রেমীদের মাঠে আসার আহ্বান তামিমের

কালের কণ্ঠ অনলাইন   

২২ জানুয়ারি, ২০১৮ ১৭:২৬ক্রিকেটপ্রেমীদের মাঠে আসার আহ্বান তামিমের

শের-ই-বাংলায় এমন দর্শকই চান তামিম ইকবাল। ছবি: এএফপি

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের খেলা হচ্ছে অথচ গ্যালারিতে উপচে পড়া ভিড় নেই। স্টেডিয়াম পাড়ায় কালোবাজারিদের 'ব্যস্ততা' নেই। গ্যালারি অনেকাংশেই খালি। অনেকেই বলছেন, প্রতিপক্ষ দুই দুর্বল দল জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ বলেই দর্শকরা হয়ত মাঠে গিয়ে খেলা দেখতে উৎসাহ পাচ্ছেন না। এই পরিস্থিতিতে ক্রিকেটপ্রেমীদের স্টেডিয়ামে আসার আহ্বান জানালেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

আরও পড়ুন: তামিমের ভুলগুলো ফুল হয়ে ফুটবে কবে?

আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তামিম বলেন, 'আমার কাছে মনে হয় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে দর্শক কিছুটা কম ছিল। তবে দ্বিতীয় ম্যাচে বেশ ভালোই দর্শক ছিল। আমার কাছে মনে হয়, দেশের সবাই ক্রিকেট ভালোবাসে। তারাও মাঠে বসে খেলা দেখতে পছন্দ করে।'

আরও পড়ুন: যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে আবারও সানজামুল

ঘরের মাঠে বাংলাদেশ এখন প্রতিষ্ঠিত শক্তি। গত তিন বছরে বারবার প্রমাণিত হয়েছে যে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানের মত দলগুলোকে উড়িয়ে দেওয়া ক্ষমতা আছে টাইগারদের। এই দারুণ পারফর্মেন্সে ক্রিকেটারদের প্রতি দর্শকদের চাহিদাও বেড়ে যাচ্ছে বলে মনে করেন তামিম। 

আরও পড়ুন: আইপিএলে বেইজ প্রাইসে চমক দেখানো ৫ ক্রিকেটার

দেশসেরা ওপেনার আরও বলেন, 'দেখেন, ঘরের মাঠে আমাদের শেষ কয়েক বছরের পারফরমেন্স ছিল নজরকারা। আর এতেই আমাদের সাধারণ দর্শকদের প্রত্যাশাও বেড়ে গেছে। তারা মনে করেন জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মত দলের বিপক্ষে আমরা সহজেই জয় পাবো। এরূপ চিন্তা-ভাবনা থেকেও মাঠে দর্শক কিছুটা কম আসছে।'

আরও পড়ুন: 'হাথুরুসিংহে আমাদের সম্পদ'

মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচের আগে দর্শকদের কাছে প্রত্যাশা জানালেন তামিম, 'আমরা যখন শ্রীলঙ্কার সঙ্গে অনেক দর্শকের মাঝে খেলেছি, ভালো খেলেছি। একজন খেলোয়াড় হিসেবে আমাদের কাছেও এটা খুব গুরুত্বপূর্ণ। তাই আমাদের সব সময় চাওয়া থেকে ঘরের মাঠে অনেক দর্শক থাকবে, সেটা যে কোনো দলের বিপক্ষেই খেলা হোক না কেন।'

আরও পড়ুন: কড়া ভাষায় কোহলিকে একহাত নিলেন কালিনানমন্তব্য