kalerkanthoকড়া ভাষায় কোহলিকে একহাত নিলেন কালিনান

কালের কণ্ঠ অনলাইন   

২২ জানুয়ারি, ২০১৮ ১৫:৪৯কড়া ভাষায় কোহলিকে একহাত নিলেন কালিনান

দক্ষিণ আফ্রিকা সফরে ইতিমধ্যেই টেস্ট সিরিজ খুঁইয়েছে বিরাট কোহলির ভারত। চারিদিকে চলছে সমালোচনার ঝড়। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করায় কোহলির পেছনে লেগেছে প্রোটিয়া মিডিয়াও। বসে নেই সাবেক ক্রিকেটাররাও। দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান ড্যারেল কালিনান তো কড়া ভাষায় সমালোচনা করলেন ভারত অধিনায়কের।

আরও পড়ুন: আইপিএলে বেইজ প্রাইসে চমক দেখানো ৫ ক্রিকেটার

আফ্রিকায় সিরিজ খেলতে এসে প্র্যাকটিস ম্যাচই খেলার প্রয়োজনই অনুভব করেনি ভারত। এটাকে শুধু ভুল বললে কমা বলা হবে, ভুলের আগে বসাতে হবে 'মারাত্মক' শব্দটি। প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাস যে ফাঁকা কলসি তা দুই টেস্টের পরই প্রমাণ হয়ে গেছে। এভাবেই কোহলির সমালোচনা করে কালিনান বলেছেন, 'স্যরি, মিস্টার কোহলি। তোমার প্রস্তুতি একেবারেই ভালো হয়নি।' 

আরও পড়ুন: 'হাথুরুসিংহে আমাদের সম্পদ'

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক কালিনান আরও বলেছেন, 'তুমি (কোহলি) এখানে এসে বললে তোমাদের নাকি কিছু প্রমাণ করার নেই। বিশ্বের এক নম্বর দল হিসেবে খেলতে এসে এখন তোমাদের সামনে হোয়াইটওয়াশের শংকা। এবারও হয়ত একটা ম্যাচও না জিতেই তোমাদের দেশে ফিরতে হবে।' 

সাবেক প্রোটিয়া তারকা ড্যারেল কালিনান। ছবি: ইন্টারনেট

আরও পড়ুন: লঙ্কান শিবিরে দুঃসংবাদ!

এখানেই শেষ নয়। কেপটাউনের নিউল্যান্ডসে হারের পর সেঞ্চুরিয়ানে কোহলিদের আরও প্রস্তুতির প্রয়োজন ছিল বলেই মনে করে ছিলেন কালিনান। আর সেটা না হওয়ায় কোহলিসহ কোচ রবি শাস্ত্রীকেও একহাত নিয়েছেন এই সাবেক আফ্রিকান ব্যাটসম্যান।

আরও পড়ুন: নেইমার বিহীন পিএসজির করুণ পরাজয়

সাক্ষাৎকারে কালিনান বলেন, 'আমি ভেবেছিলাম নিউল্যান্ডসে হারের পর সেঞ্চুরিয়ানে এসে পরের দিন অন্তত নেট প্র্যাকটিস করবে ভারত। সেটা না করে সারাদিন তারা ছুটি কাটাল! আমি যদি রবি শাস্ত্রীর জায়গায় থাকতাম তাহলে ছেলেদের বলতাম- চল, এখনও অনেক ক্রিকেট শেখা বাকি!'

আরও পড়ুন: এবার স্টিভেন স্মিথের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের গুরুতর অভিযোগ!মন্তব্য