kalerkantho


সিরিজ জিতে মধুর প্রতিশোধ ইংল্যান্ডের

কালের কণ্ঠ অনলাইন   

২১ জানুয়ারি, ২০১৮ ১৮:০৮সিরিজ জিতে মধুর প্রতিশোধ ইংল্যান্ডের

ছবি: টুইটার

টানা তিন ম্যাচ হেরে অ্যাশেজ সিরিজ খোয়ানোর পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল জো রুটের ইংল্যান্ড। ফরম্যাট বদল হতেই বদলে গেল ইংলিশরা। অস্ট্রেলিয়ার মাটিতে এবার প্রথম তিন ওয়ানডে জিতে নিয়ে পাঁচ ম্যাচ সিরিজ ৩-০ ব্যবধানে নিশ্চিত করে ফেলল এউইন মরগ্যানের ইংল্যান্ড। বাটলারের বিধ্বংসী সেঞ্চুরির পর বোলারদের দাপটে সিডনিতে তৃতীয় ওয়ানডেতে আজ ১৬ রানে জিতেছে সফরকারীরা।

আরও পড়ুন: 'আমাদের যৌন হয়রানির পেছনে অলিম্পিক কমিটিও দায়ী!'

সিডনিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০২ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। ভালো শুরুর পর দলীয় ৩৮ রানে জেসন রয়কে (১৯) প্যাভিলিন ফেরত পাঠান প্যাট কামিন্স। ৭ রানের ব্যাবধানে অ্যালেক্স হেলস (১) ফিরিয়ে দেন স্টইনিস। অ্যাডাম জাম্পার বলে বেয়ারস্টো (৩৯) বোল্ড হয়ে গেলে ভাঙে জো রুটের সঙ্গে তার ৪৫ রানের জুটি। দলীয় ১০৭ রানে রুট  (২৭) আউট হওয়ার পর ৬৫ রানের জুটি গড়েন মরগ্যান এবং বাটলার।

আরও পড়ুন: আইপিএলে মুস্তাফিজের সর্বনিম্ন দাম ১ কোটি

অধিনায়ক এইউন মরগ্যানকে ব্যক্তিগত ৪১ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান জশ হ্যাজেলউড। তখনও কি তারা ভেবেছিল কী অপেক্ষা করছে! ইনিংসের এই পর্যায়ে ব্যাট হাতে বিধ্বংসী হয়ে ওঠেন বাটলার। ৮৩ বলে ৬ চার এবং ৪ ছক্কায় তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। ঠিক ১০০ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি। তার সঙ্গী হয়ে ক্রিস ওকস অপরাজিত থাকেন ৩৬ বলে ৫ চার ২ ছক্কায় ৫৩ রানে।

আরও পড়ুন: অনুশীলনে কুতিনহোকে স্বাগত জানালেন মেসি-পিকেরা

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে অজিরা। আদিল রশিদের বলে অ্যালেক্স হেলসের তালুবন্দি হন বিধ্বংসী ডেভিড ওয়ার্নার (৮)। তিন নম্বর ব্যাটসম্যান ক্যামেরন হোয়াইকে (১৭) জশ বাটলারের তালুবন্দি করেন মার্ক উড। একপ্রান্ত আগলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন অপর ওপেনার অ্যারন ফিঞ্চ। ৩ চার ৩ ছক্কায় ৫৩ বলে ৬২ রান করে আদিল রশিদের বলে এলবিডাব্লিউ হয়ে যান তিনি।

আরও পড়ুন: 'রিয়ালে রোনালদোর সঙ্গে চমৎকার বন্ধুত্ব হবে নেইমারের'

টেস্টে সম্প্রতি অসাধারণ সব ইনিংস খেলা অধিনায়ক স্টিভেন স্মিথ ৪৫ রানে মার্ক উডের শিকার হন। পরের দুই ব্যাটসম্যান শন মার্শ (৫৫) এবং মার্কাস স্টইনিস (৫৬) দুটি হাফ সেঞ্চুরির ইনিংস খেললেও শেষের হিসাব মেলাতে পারেনি অজিরা। ইংলিশদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৬ রানে থামে অজিদের ইনিংস। ২টি করে উইকেট নিয়েছেন মার্ক উড, ক্রিস ওকস আর আদিল রশিদ।

আরও পড়ুন: আইপিএলে এবার চোখ ধাঁধানো প্রযুক্তিমন্তব্য