kalerkantho


কোহলিদের পরাজয়েও 'ইতিবাচক' বিষয় আছে: ধোনি

কালের কণ্ঠ অনলাইন   

২০ জানুয়ারি, ২০১৮ ১৮:১৫কোহলিদের পরাজয়েও 'ইতিবাচক' বিষয় আছে: ধোনি

একটা সময় বাংলাদেশ যখন একের পর এক ম্যাচ হারত, তখন পরাজয়ের মধ্যেও 'ইতিবাচক' বিষয়গুলো খোঁজা হত, যাতে পরাজয়টাকে 'সম্মানজনক' হিসেবে ট্যাগ দেওয়া যায়। কিন্তু দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হেরে হোয়াইটওয়াশের হুমকিতে থাকা বিশ্বের এক নম্বর টেস্ট দল ভারতের জন্যও যে এমন 'ইতিবাচক' বিষয় খুঁজতে হবে তা কে জানত? সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কিন্তু সেই 'ইতিবাচক' দিক খুঁজে পেয়েছেন!

আরও পড়ুন: 'মহাগুরুত্বপূর্ণ' ম্যাচে রবিবার মুখোমুখি শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে

আইপিএল দল চেন্নাই সুপার কিংসের এক অনুষ্ঠানে ধোনি বলেছেন, 'আপনারা এই সিরিজ হারের মধ্যে থেকে ইতিবাচক ব্যাপারগুলো দেখুন। একটা টেস্ট জিততে হলে সবসময় প্রতিপক্ষে ২০ উইকেট নিতে হয়। আমরা কিন্তু দক্ষিণ আফ্রিকায় প্রথম দুই টেস্টে ২০টি করে উইকেট নিয়েছিলাম। একটা টেস্টে ২০ উইকেট যদি একটা দল নিতে না পারে, তাহলে তার মানে কী? তার মানে হল, সেই টিম ড্রয়ের বাইরে কিছু ভাবতে পারে না।'

আরও পড়ুন: ঢাকা প্রিমিয়ার লিগের ড্রাফটে কে কোন দল পেলেন

একটা দলের যদি ২০টা উইকেট নেওয়ার ক্ষমতা থাকে, তা হলে সেই দলটা টেস্ট জেতার থেকে খুব বেশি দূরে নেই বলেই মনে করেন ধোনি। তার ভাষায়, 'আপনি কী ভাবে একটা টেস্ট ড্র করতে পারেন? কম রান দিয়ে আর নিজেরা রান করে। কিন্তু টেস্ট জিততে হলে ২০ উইকেট নিতেই হবে। সেই ম্যাচ দেশেই হোক কিংবা বিদেশের মাটিতে হোক। আমরা কিন্তু ২০টি উইকেট নিচ্ছি। এটা একটা বড় ইতিবাচক দিক। এর মানে হল আমরা টেস্ট জয়ের পথে আছি। একবার ব্যাটসম্যানরা রান করতে পারলেই আমরা টেস্ট জিতব।'

আরও পড়ুন: তামিমের সঙ্গে প্রতিযোগিতা আরও জমবে: সাকিবমন্তব্য