kalerkantho


আরও দুই বছরের জন্য ম্যান সিটিতে ফার্নানদিনহো

কালের কণ্ঠ অনলাইন   

২০ জানুয়ারি, ২০১৮ ১৪:৫৪আরও দুই বছরের জন্য ম্যান সিটিতে ফার্নানদিনহো

ছবি: ম্যাঞ্চেস্টার সিটি

ম্যাঞ্চেস্টার সিটির জার্সিতে মাঠ দাপিয়ে বেড়ানো আরও দীর্ঘায়িত হল ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নানদিনহোর জন্য। আরো দুই বছরের জন্য ফার্নানদিনহোর সঙ্গে চুক্তি নবায়ন করেছে ম্যান সিটি। বিশ্বের শীর্ষ তিনজন ডিফেন্সিভ মিডফিল্ডারের মধ্যে ফার্নানদিনহোকে অন্যতম সেরা হিসেবে স্বীকৃতি দিয়েছেন সিটি বস পেপ গার্দিওলা।

আরও পড়ুন: তামিমের সঙ্গে প্রতিযোগিতা আরও জমবে: সাকিব

সিটির সাথে নতুনভাবে যুক্ত হতে পেরে ভীষণ উচ্ছসিত ফার্নানদিনহো। নতুন এই চুক্তিতে ৩২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ২০২০ পর্যন্ত সিটিতেই থাকবেন। ২০১৪ সালে ঘরের মাটিতে হতাশাজনক বিশ্বকাপে তিনি ব্রাজিল দলের সদস্য ছিলেন।

আরও পড়ুন: শাইনপুকুরে মাশরাফি, মোহামেডানে সাকিব আর কলাবাগানে তামিম

২০১৩ সালে ৩৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইউক্রেনিয়ান দল শাখতার দোনেতাস্ক থেকে সিটিতে যোগ দিয়েছিলেন ফার্নানদিনহো। সিটির হয়ে তিনি দুটি প্রিমিয়ার লিগ শিরোপা ও দুটি লিগ কাপ জয় করেছেন। শাখতারের হয়েও ফার্নানদিনহো দারুণ সফল ছিলেন। ৬টি লিগ কাপ শিরোপা ছাড়াও ২০০৯ সালে ইউয়েফা কাপ জয় ছিল শাখতারের হয়ে তার সেরা অর্জন।মন্তব্য