kalerkantho


আরও এক ম্যাচে ম্যাথুজকে পাচ্ছে না শ্রীলঙ্কা

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জানুয়ারি, ২০১৮ ১৭:৪৯আরও এক ম্যাচে ম্যাথুজকে পাচ্ছে না শ্রীলঙ্কা

আজ শুক্রবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে পারেননি ইনজুরিতে আক্রান্ত শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। তার ইনজুরি নিয়ে বেশ শংকায় সফরকারীরা। ধারণা করা হচ্ছিল পুরো সফর থেকেই ছিটকে যাবেন ম্যাথুজ। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল, আরকেটি ম্যাচ বিশ্রামে থাকতে হবে তাকে।

আরও পড়ুন: টাইগারদের মুখোমুখি হওয়ার আগে লঙ্কান শিবিরে শংকা!

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগে ম্যাথুজের। এই চোট একজন ক্রিকেটারকে লম্বা সময় মাঠের বাইরে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট। তবে পরবর্তীতে স্ক্যান করে নিশ্চিত হওয়া গেছে, চোট অতটা গুরুতর নয়। তবে আগামী রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে পাবেন না তিনি।

আরও পড়ুন: দুর্দান্ত টিম ওয়ার্কে টাইগারদের রান পাহাড়

মাঠে ফেরার জন্য নবনিযুক্ত লংকান অধিনায়ককে অপেক্ষা করতে হবে ২৫ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে ফিরতি ম্যাচ পর্যন্ত। সবকিছু ঠিক থাকলে ওই ম্যাচটিতে ২২ গজে দেখা যাবে তাকে। আজ চলতি ম্যাচে ম্যাথুজের জায়গায় একাদশে এসেছেন নিরোশান ডিকাভিলা। লঙ্কানদের নেতৃত্ব দিচ্ছেন টেস্ট অধিনায়ক দিনেশ চান্ডিমাল। জিম্বাবুয়ের বিপক্ষেও দলকে তিনিই নেতৃত্ব দেবেন।মন্তব্য