kalerkantho


এশিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হার

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জানুয়ারি, ২০১৮ ১৭:৫৬এশিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হার

হার দিয়ে শুরু হল বাংলাদেশের ১৮তম এশিয়ান পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ কোরিয়ার সুয়নে আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গেছে বাংলাদেশ জাতীয় দল।

আরও পড়ুন: এই ম্যাচ হাথুরুর জন্যও চ্যালেঞ্জিং: মাশরাফি

আজ বাংলাদেশ সময় দুপুর ১২.০০টায় অনুষ্ঠিত গ্রুপ 'সি' এর প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ কোরিয়া ৪৬-২০ গোলে বাংলাদেশকে হারিয়েছে। বিজয়ী দল প্রথমার্ধে ২১-০৮ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চারটি করে গোল করেছেন অধিনায়ক মাহবুব, মেহেদী ও আরিফ। এছাড়া ইমন করেছেন ৩ গোল। দক্ষিণ কোরিয়ার পক্ষে সর্বোচ্চ ৮ গোল করেছেন সিম জায়েবক।

আরও পড়ুন: 'বাংলাদেশ' বানানটাই ভুল করে বসল বিসিবি!

এই গ্রুপের অপর ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ৪১-২৩ গোলে ভারতকে হারিয়ে শুভ সূচনা করেছে। বিজয়ী দল প্রথমার্ধে ২০-১০ গোলে এগিয়ে ছিল। 

আগামীকাল বিকেলে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে। টুর্নামেন্টে ৪ গ্রুপে সর্বমোট ১৪টি দেশ অংশ নিচ্ছে। গ্রুপ 'সি' তে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক দক্ষিণ কোরিয়া।মন্তব্য