kalerkantho


সিরিজ খোয়ানো টেস্টে পূজারার লজ্জার রেকর্ড

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জানুয়ারি, ২০১৮ ১৫:৩৯সিরিজ খোয়ানো টেস্টে পূজারার লজ্জার রেকর্ড

ভূপতিত হয়েও ক্রিজে পৌঁছতে পারলেন না পূজারা। ছবি: এএফপি

টানা দুই টেস্ট হেরে দক্ষিণ আফ্রিকায় সিরিজ খুঁইয়ছে বিরাট কোহলির ভারত। বুধবার বুধবার সুপারস্পোর্ট পার্কে ভারতকে ১৩৫ রানে হারিয়ে দিয়েছে ফাফ ডু প্লেসিসের দল। সিরিজও হারলেও রেকর্ড বুকে নাম তুললেন ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। তবে রেকর্ডটটা লজ্জার।

আরও পড়ুন: সম্ভাবনা থাকলেও বর্ষসেরা দলে নেই কোনো বাংলাদেশি!

পূজারা হলেন প্রথম ভারতীয় যিনি টেস্টের দুই ইনিংসেই রান-আউট হয়েছেন। সেঞ্চুরিয়ানে প্রথম ইনিংসে ০ রানে রান-আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পর দ্বিতীয় ইনিংসে ৩ রান নিতে গিয়ে একইভাবে আউট হন কোহলির দলের 'মিস্টার ডিপেন্ডেবল'। টেস্টে দুই ইনিংসে রান-আউট হওয়াটা এমনিতেই 'অপরাধ'। তার পর আবার টেস্টে তিন রান নিতে গিয়ে রান-আউট হওয়াটা মোটেই বিচক্ষণতার পরিচয় নয়।

আরও পড়ুন: আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বিরাট কোহলি

টেস্ট ক্রিকেটের ইতিহাসে শেষবার এমন ঘটনা ঘটেছিল ১৮ বছর আগে। ২০০০ ওয়েলিংটন টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সাবেক নিউজল্যান্ড অধিনায়ক স্টিফেন ফ্লেমিং ছিলেন সেই ঘটনার 'নায়ক' কিংবা 'ভিলেন'। যদিও টেস্ট ক্রিকেটের ইতিহাসে এ রকম ঘটনা ঘটেছে ২৫ বার।

আরও পড়ুন: আইসিসির 'ইমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার' হাসান আলী

তবে তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে দুই ইনিংসেই রান-আউট হওয়ার ঘটনা মাত্র তৃতীয়বার ঘটল। পূজারা, ফ্লেমিং ছাড়াও এই অনভিপ্রত রেকর্ড গড়েছেন প্রয়াত প্রোটিয়া অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ে, শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু, অ্যাডাম প্যারোরে, ইয়ান হিলি এবং মার্ক টেইলর।মন্তব্য