kalerkantho


রুট-মরগ্যানদের কোচ হতে চান ফ্লিনটফ

কালের কণ্ঠ অনলাইন   

১৭ জানুয়ারি, ২০১৮ ১৭:৪৮রুট-মরগ্যানদের কোচ হতে চান ফ্লিনটফ

ছবি: ক্রিকইনফো

ইংল্যান্ডের অন্যতম সফল অল-রাউন্ডার এন্ড্রু ফ্লিনটফ এবার নিজ দেশের জাতীয় দলের কোচ হতে চান। ২০০৫ সালে অ্যাশেজ জয়ে ইংল্যান্ডের অ্যাশেজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ৪০ বছর বয়সী ফ্লিনটফ দুই বছর আগেই ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের(ইসিবি) কাছে পাঠানো এক ইমেইল বার্তায় এই ইচ্ছার কথা জানান। তবে এজন্য তাকে অপেক্ষা করতে হবে আরও এক বছর।

আরও পড়ুন: ভারতকে লজ্জায় ডুবিয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

সম্প্রতি নিজ মাঠে ২০১৯ অ্যাশেজ সিরিজের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন বর্তমান কোচ ট্রেভর বেলিস। তার জায়গায় দায়িত্ব নিতে চান ফ্লিনটফ। আগামী বছর কোচের পদটি আনুষ্ঠানিকভাবে শুন্য হওয়ার সাথে সাথে তিনি আবেদন করবেন বলেও জানিয়েছেন। তবে এক্ষেত্রে তার শক্ত প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন সাবেক ইংলিশ ক্রিকেটার এবং কোচ পিটার মুর।

আরও পড়ুন: ক্রিকেটীয় নৈতিকতাকে প্রশ্নের মুখে ফেলল একটি আউট!

বিবিসি রেডিওকে ফ্লিটনফ বলেন, তার আগ্রহকে নিরুৎসাহিত করতে পিটার মুর আবারো এ পদে আবেদন করবেন। তবে এতে তিনি পিছু হটবেন না জনিয়ে ফ্লিনটফ বলেছেন, 'আমি মন থেকেই বলছি, আমি আবেদন করব। একদিন আমি এটা করতে চাই..। যদি তারা (ইসিবি) আমাকে চায়। আমি এটা করবই।'

আরও পড়ুন: শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচ দেখতে স্টেডিয়ামে টিম মাশরাফিমন্তব্য