kalerkantho


আইপিএলে মোস্তাফিজের দিকে চোখ মুম্বাইয়ের

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জানুয়ারি, ২০১৮ ১০:১১আইপিএলে মোস্তাফিজের দিকে চোখ মুম্বাইয়ের

কাটার বয় খ্যাত মোস্তাফিজের অভিষেকের পরই আইপিএলে দেখা গেছে তাকে। বলা চলে হায়দরাবাদকে নিজের বোলিং তোপেই সেরার আসনে বসিয়েছেন।

আগামী আসরে সে কারণে মোস্তাফিজকে নেওয়ার জন্য অন্যদের যে নজর পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে আইপিএলে প্রতিটি দলের সর্বোচ্চ পাঁচজন করে খেলোয়াড় ধরে রাখার নিয়ম আছে।

আরো পড়ুন : ১০ ওভারের ৭ ওভারই ডট দিলেন মুস্তাফিজ!

জানা গেছে, এরকম নিয়ম থাকলেও বেশিরভাগ দলই তিনজন করে রেখে বাকি খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে। অবাক করার মতো হলেও মোস্তাফিজকেও ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

শোনা যাচ্ছে, মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে পেতে চাচ্ছে। ২৭ এবং ২৮ জানুয়ারি নিলামের আগেই মুম্বাই দল ঠিক করেছে তারা মোস্তাফিজকে খেলোয়াড় হিসেবে নেবে। এক কোটি থেকে নিলামে দাম উঠবে তার।

এদিকে চোট কাটিয়ে ছয় মাস পর গত সোমবার ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে নামেন মোস্তাফিজ। ১০ ওভারের মধ্যে সাত ওভারই ডট দিয়েছেন তিনি! তা নিয়েও আবারো আলোচনায় তিনি।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, তার এ ধরনের পাফরম্যান্স আইপিএলের নিলামে ব্যাপক প্রভাব ফেলবে।  

 মন্তব্য