kalerkantho


৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতবে ইংল্যান্ড!

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জানুয়ারি, ২০১৮ ১৭:১০৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতবে ইংল্যান্ড!

ছবি: বিবিসি স্পোর্টস

অ্যাশেজের টেস্ট সিরিজে ইংল্যান্ডের করুণ পরিণতির পর এমন কথা শুনলে সবাই হেসে দেবেন তা নিশ্চিত। কিন্তু আপনি হাসুন আর নাই হাসুন, সাবেক ইংলিশ ব্যাটসম্যান জেমস টেইলর কিন্তু এটাই আশা করছেন। ৪-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর ১৪ জানুয়ারি শনিবার থেকে মাঠে গড়াচ্ছে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ।

বিবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে টেইলর বলেছেন, 'নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার মাটিতে ম্যাচ জেতা খুব কঠিন। তার মধ্যে যদি আপনি বাজেভাবে সিরিজ হেরে বসেন তাহলে ঘুরে দাঁড়ানোটাও মুশকিল। তবে আমি মনে করি ওয়ানডে দলে নতুন মুখের কারণে লড়াইটা জমে উঠবে।'

এছাড়া আরও একটি সম্ভাবনার কথা বলেছেন টেইলর। ইংল্যান্ডের ওয়ানডে দলে থাকা স্যাম বিলিংস, জশ বাটলার, জেসন রয়, ডেভিড উইলিরা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টি ব্লাস্টে নিয়মিত খেলে থাকেন। তাই এখানকার কন্ডিশন তাদের পরিচিত হওয়াটাই স্বাভাবিক। এই বিষয়টাই নাকি কাজে লাগাতে পারে এউইন মরগ্যানের দল।

টেস্ট সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা টেইলরের ভাষায়, 'এদের সবাই সাম্প্রতিক সময়ে ছোট সংস্করণের ক্রিকেটের সঙ্গে যুক্ত আছে। তারা ভালো পারফর্মেন্সও করেছে। তাই ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোটা অস্বাভাবিক কিছু নয়। আমি তো মনে করি, ইংল্যান্ড ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতবে।'মন্তব্য