kalerkantho


সমালোচনা শুনতে শুনতে ক্লান্ত জিদান

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জানুয়ারি, ২০১৮ ১৪:০৪সমালোচনা শুনতে শুনতে ক্লান্ত জিদান

ছবি: এএফপি

লা লিগার চলতি মৌসুমে গতবারের দুর্দান্ত রিয়াল মাদ্রিদকে যেন চেনাই যাচ্ছে না। মাঠে বাজে পারফরম্যান্সের কারণে চারিদিক থেকে ধেয়ে আসছে সমালোচনার ঝড়। এই ঝড় সামলাতে সামলাতে এখন ক্লান্ত হয়ে গেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি কোচ। একইসঙ্গে তিনি এসব সমালোচনায় কান না দিতে শিষ্যদের নির্দেশ দিয়েছেন। কারণ এতে ফুটবলারদের মনে বিরূপ প্রভাব পড়তে পারে।

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১৬ পয়েন্টে পিছিয়ে আছে স্প্যানিশ জায়ান্টরা। যে কারণে এই লিগে তাদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা শেষ বললেই চলে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৪ ম্যাচে মাত্র একটিতে জিতেছে রিয়াল। সবশেষ গত বুধবার স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় দ্বিতীয় সারির ক্লাব নুমানসিয়ার সঙ্গে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে তারা। আর মূলত এতেই সমালোচনার মাত্রা বেড়ে গেছে।

জিদান বলেছেন, 'সবকিছু শুনতে শুনতে আমি ক্লান্ত। সবকিছু খারাপ হচ্ছে, বলাটা সহজ। আপনারা (মিডিয়া) ভালোভাবেই জানেন যে, সবকিছু খারাপ হচ্ছে না। কিন্তু রিয়াল মাদ্রিদের দুর্নাম করলে পত্রিকার প্রচার বাড়ে। আমাদের অবশ্যই ইতিবাচক দিকটা নিতে হবে। সেটা হলো আমরা এখনও সব প্রতিযোগিতাতেই আছি এবং সামনে এগিয়ে যেতে হবে। মানুষ যেমন বলছে আমরা অতটা খারাপ খেলছি না।'

আজ শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় লা লিগার মঞ্চে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে জিদানের শিষ্যরা। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুর এই ম্যাচের আগে জিদান শিষ্যদের বললেন, 'আমাদের অবশ্যই যা করতে হবে তা হলো যা কিছু বলা হচ্ছে সেদিকে না তাকানো ও না শোনা। এই সময়ে সেটা কঠিন; কিন্তু আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে এবং এড়িয়ে যেতে হবে। বর্তমানে রিয়াল মাদ্রিদ সম্পর্কে যা কিছু বলা হচ্ছে তার সবই নেতিবাচক।'মন্তব্য