kalerkantho


শ্রীলঙ্কা ক্রিকেট দল ঢাকা পৌঁছেছে

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জানুয়ারি, ২০১৮ ১৪:০০শ্রীলঙ্কা ক্রিকেট দল ঢাকা পৌঁছেছে

ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে শনিবার বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছেছে হাথুরুসিংহের শ্রীলঙ্কা ক্রিকেট দল। এর আগে শুক্রবার কয়েকভাগে জিম্বাবুয়ে দল ঢাকায় এসেছে।

মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর ১২ টায় শুরু হবে প্রতিটি ম্যাচ। ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। সিরিজ শেষে বাংলাদেশের বিপক্ষে  শ্রীলঙ্কা দু'টি করে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

আরো পড়ুন : আইপিএলের নিলামে উঠলেন যেসব বিশ্ব তারকারা

প্রসঙ্গত, ২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশের কোচ পদ থেকে পদত্যাগ করেন হাথুরুসিংহে। তার পর শ্রীলঙ্কা দলের দায়িত্ব নেন তিনি। দায়িত্ব গ্রহণের পর প্রথম পূর্ণাঙ্গ সিরিজে তার সাবেক শিষ্যদেরই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন হাথুরুসিংহে।মন্তব্য