kalerkantho


বাবা হলেন ঘূর্ণি তারকা তাইজুল ইসলাম

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৮ ১৯:২৬বাবা হলেন ঘূর্ণি তারকা তাইজুল ইসলাম

জাতীয় দল থেকে বেশ কিছুদিন ধরেই দূরে আছেন তারকা স্পিনার তাইজুল ইসলাম। আসন্ন ত্রিদেশীয় সিরিজের প্রাথমিক স্কোয়াডে নাম থাকলেও ১৬ জনের মূল স্কোয়াডে জায়গা হয়নি তার। কিন্তু এই সময়ের মধ্যেই দারুণ এক খুশির খবর এসেছে এই ঘূর্ণি তারকার ঘরে। বাবা হয়েছেন তাইজুল।

বৃহস্পতিবার তাইজুলদের সংসার আলো করে এসেছে একটি পুত্রসন্তান। এদিন রাতে সদ্যজাত সন্তানের সঙ্গে বেশ কয়েকটি ছবি সোশ্যাল সাইট ফেসবুক আপলোড করেছেন তাইজুল। ক্যাপশনে লেখা ছিল, 'আলহামদুলিল্লাহ। আমার নবজাতক ছেলের জন্য সবাই দোয়া করবেন।'

তাইজুল এ পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৬ টেস্টে ৫৪ উইকেট নিয়েছেন। বেস্ট বোলিং ফিগার ৮/৩৯। ওয়ানডেতে অনিমিত খেলে ৪ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৫টি ম্যাচে ১৮৬টি উইকেট নিয়েছেন জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা এই ক্রিকেটার। জাতীয় দলের হয়ে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ব্লুমফন্টেইন টেস্টে খেলেছিলেন তিনি।মন্তব্য