kalerkantho


আবারও সিরিজ হারের লজ্জার মুখে ভারত

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৮ ১৬:০০আবারও সিরিজ হারের লজ্জার মুখে ভারত

জোহানেসবার্গের পথে বিরাট কোহলিরা। ছবি: টুইটার

দক্ষিণ আফ্রিকায় কি ভারতের আর টেস্ট জেতা হবে না? কেপটাউন টেস্টে অমন ভরাডুবির পর কি ঘুরে দাঁড়াতে পারবে সফরকারীরা? ব্যর্থতা ভুলে আবারও একটি রাজকীয় ইনিংস উপহার দেবেন অধিনায়ক বিরাট কোহলি? এসব প্রশ্নের উত্তর দেওয়া এতটা সহজ না হলেও তা খুঁজে বেড়াচ্ছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ইতিমধ্যেই ১-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়া ভারতের সামনে শেষ সুযোগ হলো সেঞ্চুরিয়ান টেস্ট।

প্রথম টেস্টে ৭২ রানে হেরেছিল বিরাট কোহলির ভারত। শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে শুরু হতে চলা সিরিজের দ্বিতীয় টেস্ট জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় ফাফ ডুপ্লেসিসের দল। অন্যদিকে এই টেস্টে জয় পেলে সিরিজে সমতা আনতে পারবে ভারত। নিদেনপক্ষে ড্র করলেও লড়াইটা শেষ টেস্ট পর্যন্ত টিকিয়ে রাখতে পারবে।

প্রথম টেস্টে সতীর্থদের পারফরমেন্সে খুশি প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু-প্লেসিস বলেছেন, 'আমাদের বোলাররা খুবই ভালো করেছে। ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। তবে এজন্য আমি অখুশি নই। কারণ, ভাগ্যের ব্যাপারটাও থাকে। আশা করি দ্বিতীয় টেস্টে তারা বড় ইনিংস খেলবে। সবচেয়ে বড় কথা, কঠিন অবস্থায় থেকেও ম্যাচ জিততে পেরেছি। তাই আমরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। দ্বিতীয় টেস্ট জিতে আবারো নিজেদের সেরা পারফর্মেন্স দেখিয়ে সিরিজ জয় নিশ্চিত করতে চাই আমরা।'

অন্যদিকে সিরিজে সমতা আনাই এখন প্রধান টার্গেট ভারত অধিনায়ক বিরাট কোহলির, 'সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে এ ম্যাচে জিততেই হবে আমাদের। তবে আমরা কোনো চাপ নিচ্ছি না। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই। প্রথম টেস্টে আমরা যা করতে পারিনি, দ্বিতীয় টেস্টে তা করে দেখাতে চাই। দিনশেষে এ ম্যাচে আমাদের জিততেই হবে। এজন্য আমরা নতুন পরিকল্পনা নিয়ে এ টেস্ট খেলতে নামব। আশা করি আমরা এবার সফল হব।'

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ওপেনার হিসেবে প্রথম টেস্টে নিজেকে মেলে ধরতে পারেননি শিখর ধাওয়ান। দুই ইনিংসে তার মোট রান ১৬। তাই ধাওয়ানের পরিবর্তে লোকেশ রাহুলকে খেলানোর চিন্তা-ভাবনা করছে ভারত। এছাড়া প্রথম টেস্টে পারফরমেন্সে ব্যর্থ রোহিত শর্মা জায়গায় সুযোগ পেতে পারেন আজিঙ্কা রাহানে।অসুস্থতার জন্য প্রথম ম্যাচে খেলতে না পারা পেসার ইশান্ত শর্মাকেও দেখা যেতে পারে দ্বিতীয় টেস্টে। তবে ইশান্তের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্বান্ত নেয়নি রবি শাস্ত্রীর দল।মন্তব্য