kalerkantho


অধিনায়কের চুমুতে প্রেমিকার রাগ দেখে কে!

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৮ ১৪:৪৩অধিনায়কের চুমুতে প্রেমিকার রাগ দেখে কে!

ছবি: ইএসপিএন ক্রিকইনফো

প্রেম বড়ই কঠিন জিনিস। প্রিয় মানুষটিকে একান্তই নিজের বলেই মনে হয়। দক্ষিণ আফ্রিকার তরুণ গতি তারকা কাগিসো রাবাদার প্রেমিকাও এই ধারণার বাইরে না। তিনি রাবাদাকে একমাত্র নিজের বলেই জানেন। কেপটাউন টেস্টে স্বস্তির এক ব্রেক থ্রু এনে দেওয়ায় রাবাদাকে চুমু উপহার দিয়েছিলেন অধিনায়ক ফাফ ডুপ্লেসিস। এতেই নাকি রাগ করেছেন রাবাদার বান্ধবী!

কেপটাউনে ভারতের প্রথম ইনিংসে ব্যাট হাআতে একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন পেস বোলিং অল-রাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। নার্ভাস নাইন্টিজে তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে স্বাগতিক শিবিরে স্বস্তি এনে দেন রাবাদা। আনন্দে অধিনায়ক ডু প্লেসিও স্নেহের চুমু দিয়েছিলেন রাবাদার কপালে।

তিন দিনে ম্যাচ জয়ের পর ডুপ্লেসিস সেই ছবি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে লিখেছেন, 'বিশ্বের এক নম্বর ফাস্ট বোলার হলে এমন পুরস্কারই পাবে। রাবাদা দারুণ দেখালে। তুমি এটা (শীর্ষ র‍্যাঙ্কিং) অর্জন করেছ।'

এমন দারুণ এক পোস্ট দ্রুতই ভাইরাল হয়ে যায়। এরপর রাবাদার একটি মন্তব্যে ষোলকলা পূর্ণ হয়, 'আমার বান্ধবী কিন্তু মোটেও খুশি না!' এই মন্তব্যে বেশ হাসাহাসি শুরু হয়েছে সোশ্যাল সাইটে। খোদ আইসিসিও মজা নিতে ছাড়েনি। তারা ছটবিটি পোস্ট করে লিখেছে, 'বিশ্বের এক নম্বর টেস্ট বোলারের প্রতি নিজের ভালোবাসা দেখাচ্ছেন ফাফ, তবে সবাই কিন্তু এতে খুশি নন!'মন্তব্য