kalerkantho


দ্রাবিড়ের জন্মদিনে সুন্দরীর উষ্ণ শুভেচ্ছা!

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৮ ১৪:০৩দ্রাবিড়ের জন্মদিনে সুন্দরীর উষ্ণ শুভেচ্ছা!

ইন্টারনেটে প্রায়ই ঝড় তোলেন পুনম পাণ্ডে। যৌনোদ্দীপক ফোটোশ্যুট এবং বিতর্কের মাঝে নিজেকে প্রায়ই শিরোনামে নিজেকে রাখেন পুনম। ফের একবার বিতর্কে জড়ালেন বিতর্কিত এই মডেল। বৃহস্পতিবারেই জন্মদিন ছিল কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের। বর্তমানে যুব ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপে নিউজিল্যান্ডে গিয়েছেন মিস্টার ডিপেন্ডবল! তবে নির্বিবাদী মহাতারকার জন্মদিনেই বিস্ফোরণ ঘটালেন পুনম পাণ্ডে।


আরো পড়ুন: আগামী দুই বছর কোচ থাকছেন দ্রাবিড়


নিজের অর্ধনগ্ন ছবি পোস্ট করে বসলেন পুনম পাণ্ডে। নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে অশ্লীল ছবি পোস্ট করে রাহুল দ্রাবিড়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। হ্যাপিবার্থডেদ্রাবিড় হ্যাশট্যাগ দিয়ে পুনম আবার লিখলেন নো ক্যাপশন। এর আগেও একাধিক বার বিতর্কে জড়িয়েছেন পুনম।  


আরো পড়ুন: ভারতের কোচ নাটক: রাহুল দ্রাবিড়-জহির


২০১১ সালের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের সময় থেকেই খবরের হেডলাইন হচ্ছেন বিতর্কিত এই মডেল। ধোনিরা বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হবেন, এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন সুন্দরী। এর পরে একাধিক বার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অর্ধনগ্ন ছবি পোস্ট করে শিরোনামে ছিলেন তিনি। বিরাট কোহলিকেও প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। তবে পুনমের দ্রাবিড়-কাণ্ড একেবারেই অপ্রত্যাশিত।

 মন্তব্য