kalerkantho


ফ্রেঞ্চ বর্ষসেরা কোচ মনোনীত হয়েছেন জিদান

কালের কণ্ঠ অনলাইন   

১০ জানুয়ারি, ২০১৮ ২১:৪৩ফ্রেঞ্চ বর্ষসেরা কোচ মনোনীত হয়েছেন জিদান

২০১৭ সালে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান ফ্রেঞ্চ বর্ষসেরা কোচের পুরস্কার অর্জন করেছেন।
ফ্রান্স ফুটবল ম্যাগাজিন কর্তৃক মনোনীত বর্ষসেরা কোচের পুরস্কার গ্রহণের পরে জিদান বলেছেন, ‘কঠিন পরিস্থিতিতেও আমি যে ভাল কোচ হতে পারি সেটাই আমি প্রমাণ করতে চাই।’
বর্তমানে লা লিগায় মোটেই ভাল অবস্থায় নেই রিয়াল। টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ১৬ পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছে রিয়াল। মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে ঘরের মাঠে ৩-০ গোলে পরাজিত হয়েছিল রিয়াল।

রবিবার সেল্টা ভিগোর সাথে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে। জিদান বলেছেন, অবশ্যই এই মুহূর্তে আমাদের পরিস্থিতি ভাল নয়। কিন্তু আমি এটার পরিবর্তন করবো। আমি জানি আমার দলের এমন অনেক খেলোয়াড় আছে যাদের ওপর আমার আস্থা আছে। কিছু কিছু মানুষ মনে করে আমার কাছে সবকিছুই অনেক সহজ। কিন্তু আসলে তা নয়। খেলোয়াড় বা কোচ হিসেবে আমি সবসময়ই পরিশ্রম করেই দলকে কিছু দেবার চেষ্টা করেছি।মন্তব্য