kalerkantho


ম্যানসিটির সম্মান বাঁচালেন আগুয়েরো

কালের কণ্ঠ অনলাইন   

১০ জানুয়ারি, ২০১৮ ১২:৪৫ম্যানসিটির সম্মান বাঁচালেন আগুয়েরো

ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে দ্বিতীয় সারির দল ব্রিস্টল সিটির কাছে ২-১ গোলের নাটকীয় জয় পেয়েছে। আরেকটু হলে হোঁচট খেতে বসেছিল পেপ গার্দিওলার দল। আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোই শেষ সময়ে এসে দলকে জিতিয়ে দেন।

মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের ঘাম ঝরিয়ে ছেড়ে দিয়েছে ব্রিস্টল সিটি। তারাই দিয়েছিল ম্যাচের প্রথম গোল। গোল পেতে রীতিমতো মরিয়া হয়ে ওঠে গার্দিওলার দল।

ডি বক্সে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার জন স্টোনস ববি রিডকে অনৈতিকভাবে বাধা দিলে প্রথমার্ধের আগমূহর্তে পেনাল্টি পায় ব্রিস্টল। সেই সুযোগ তারা কাজে লাগায়।

ফলে প্রথমার্ধেই এক গোল খেয়ে মাঠ ছাড়তে হয় গার্দিওলার ছেলেদের। তবে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় সমতা আসে।

কেভিন ডি ব্রুইনের গোলে চাপ কিছুটা কমে ম্যানচেস্টার সিটির। এবার লড়াই সম্মান রক্ষার। আগুয়েরোকে মাঠে নামানো হয় খেলা শেষ হওয়ার ২০ মিনিট আগে।

ড্র হতে যাওয়া ম্যাচে দলকে জিতিয়েছেন তিনিই। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দুর্দান্ত হেডে বল জালে জড়ান আগুয়েরো।মন্তব্য