kalerkantho


মেসি বিশ্বের সেরা; সর্বকালের সেরা: কুতিনহো

কালের কণ্ঠ অনলাইন   

৮ জানুয়ারি, ২০১৮ ১৪:৫৬মেসি বিশ্বের সেরা; সর্বকালের সেরা: কুতিনহো

ক্যাম্প ন্যুতে এক ফটোসেশনে কুতিনহো। ছবি: এএফপি

জাতীয় দলের ম্যাচ থাকুক আর নাই থাকুক ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সবসময়ই গণ্ডগোল লেগেই থাকে। ক্লাব ফুটবলেও বার্সেলোনার মেসি নাকি পিএসজির নেইমার- এই বিতর্কের শেষ নেই। এবার চিরপ্রতিদ্বন্দ্বী এই দুটি দলকে যেন একই সুতায় গাঁথলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান সেনসেশন ফিলিপ কুতিনহো। তার বার্সা সতীর্থ মেসিকে সর্বকালের সেরা হিসেবে আখ্যা দিলেন তিনি।

আসলে প্রশ্নটা উঠেছিল কুতিনহোর জার্সি নিয়ে। লিভারপুলে তিনি ১০ নম্বর জার্সি পরতেন। কিন্তু বার্সেলোনার 'ঘরের ছেলে' মেসির নামের সঙ্গে এই নম্বরটি যেন সেঁটে গেছে। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের নাম 'এলএমটেন'। সাংবাদিকদের সঙ্গে ফটোসেশন পর্বে কুতিনহোকে জার্সি নিয়ে প্রশ্ন করা হলে তিনি হাসতে হাসতে বলেন, 'না! না! না! বার্সেলোনায় নাম্বার টেন একজনই। ও বিশ্বের সেরা, সর্বকালের সেরা নাম্বার টেন।'

কুতিনহোর ক্যাম্প ন্যু তে আসার দিনে লেভান্তেকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। গোল করেছেন মেসি, সুয়ারেস আর কুতিনহোর স্বদেশী পলিনহো। আনুষ্ঠানিক চুক্তি হয়নি বলেই গ্যালারিতে না গিয়ে টিভির সামনে বসে দেখেছেন তার হবু সতীর্থদের জাদুকরী ফুটবল। এরপরই বার্সেলোনার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে কুতিনহো বলেন, 'হাই বার্সা সাপোর্টার্স, আমি এসে গেছি। আমার স্বপ্ন পূরণ হল। আশা করি কাল (আজ) দেখা হবে।'মন্তব্য