kalerkantho


টেস্ট ফরম্যাটে লিটন দাসকে চায় বিসিবি

কালের কণ্ঠ অনলাইন   

৭ জানুয়ারি, ২০১৮ ১৮:৩৮টেস্ট ফরম্যাটে লিটন দাসকে চায় বিসিবি

ছবি: ফেসবুক

মুমিনুল হকের মত কি 'টেস্ট স্পেশালিস্ট' হতে যাচ্ছেন লিটন দাস? নির্বাচকমণ্ডলীর কথায় সেরকম একটা আভাস পাওয়া গেল। দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রায় এক বছর পর ওয়ানডে ফরম্যাটে ফিরেও সুযোগ কাজে লাগাতে পারেননি। তাই ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে স্কোয়াড থেকেই বাদ পড়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, টেস্ট ক্রিকেটে লিটনকে নিয়ে ভাবছেন তারা।

দল ঘোষণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিনহাজুল আবেদীন বলেন, 'লিটনকে সব সময় আমরা টেস্ট ম্যাচের জন্য বিবেচনা করেছিলাম। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে ভালো খেলার কারণে আমরা ওকে ওয়ানডে ও টি-টোয়ন্টি দলে রেখেছিলাম। কারণ সেখানে আসা যাওয়ার ঝামেলা ছিল। সেই সঙ্গে কন্ডিশনে থেকে আরও কিছু শেখার ব্যাপার ছিল, এই জন্য রেখে দিয়েছিলাম।'

প্রধান নির্বাচক আরও বলেন, 'সে সব সময় আমাদের লংগার ভার্সন চিন্তায় আছে। এই কারনে ওকে ব্রেক দেওয়া। খেলোয়াড়রা যে কোনো ফরম্যাটেই খেলুক না কেন, পারফরম্যান্সটাই সবার আগে মূল্যায়ন করা হবে। সেই হিসেবে মনে করি, ঘরোয়া ক্রিকেটে ওরা অনেকদিন পর খেলতে যাচ্ছে, ওদের পারফরম্যান্স অবশ্যই অন্য খেলোয়াড়দের থেকে অসাধারণ হতে হবে।'

অভিষেকের পর ২০১৫ সালে নয়টি ওয়ানডে খেলেছিলেন লিটন। কোনো হাফ সেঞ্চুরি ছিল না। সেবছরই জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের পর বাদ পড়েন দল থেকে। এবার ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ পড়ার পর বিসিএলে খেলবেন লিটন। দলে ফিরতে হলে প্রথম শ্রেণির এই লিগে পারফর্মেন্স দেখাতে হবে এই উইকেটকিপার ব্যাটসম্যানকে।মন্তব্য