kalerkantho


ব্রাজিলের কুতিনহো যোগ দিলেন বার্সায়

কালের কণ্ঠ অনলাইন   

৭ জানুয়ারি, ২০১৮ ১২:২৩ব্রাজিলের কুতিনহো যোগ দিলেন বার্সায়

চলতি মৌসুমে বার্সেলোনার জন্য সবচেয়ে বাজে খবর ছিল পিএসজিতে নেইমারের চলে যাওয়া। আর তার পর থেকেই দলে কুতিনহোকে পেতে মরিয়া হয়ে উঠেছিল বার্সা।

কেবল বার্সেলোনা চাইলেই তো আর হবে না। লিভারপুল সাফ জানিয়ে দিয়েছিল, কুতিনহোকে তারা ছাড়বেন না। অবশেষে ১৪২ মিলিয়ন পাউন্ডে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে ছেড়ে দিল লিভারপুল।

আগে থেকেই বিষয়টি শোনা যাচ্ছিল। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। বার্সেলোনার ওয়েবসাইটে জানানো হয়েছে, বাকি মৌসুমসহ পাঁচ বছরের জন্য কুতিনহো তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন।

গতকালই জানানো হয়েছিল, ১০৫ মিলিয়ন পাউন্ড নগদ পাচ্ছে লিভারপুল। বাকিটা পরে দেওয়া হবে। শনিবার রাতেই চুক্তির আনুষ্ঠানিকতা সারতে বার্সেলোনায় গেছেন তিনি।

আগামীকাল ন্যু ক্যাম্পে কুতিনহোকে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে বলে মনে করা হচ্ছে। চুক্তি সম্পূর্ণ হলে বিশ্বের দ্বিতীয় দামি খেলোয়াড়ে পরিণত হবেন কুতিনহো।মন্তব্য