kalerkantho


মেয়েকে নিয়ে চেন্নাইয়ের এগ্রিমেন্টে সাক্ষর করলেন ধোনি

কালের কণ্ঠ অনলাইন   

৬ জানুয়ারি, ২০১৮ ১৬:২৮মেয়েকে নিয়ে চেন্নাইয়ের এগ্রিমেন্টে সাক্ষর করলেন ধোনি

ছবি: ভিডিও এবং ইন্টারনেট থেকে নেওয়া

আনুষ্ঠানিকভাবেই শুরু হয়ে গেল আইপিএলের একাদশ মৌসুম। বিসিসিআইয়ের নতুন আইন মেনে সবগুলো ফ্র্যাঞ্চাইজি তাদের বাজেট ও পছন্দের ক্রিকেটারদের কথা মাথায় রেখে কয়েকজন ক্রিকেটারকে ধরে রেখেছে। এই রিটেনশন পলিসি নিয়ে সবচেয়ে আগ্রহের ব্যাপার ছিল টুর্নামেন্টে কামব্যাক করা দল চেন্নাই সুপার কিংসে কোন কোন ক্রিকেটার থাকবেন। আরও নির্দিষ্ট করে বললে, সবার আগ্রহ ছিল মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে।

দলের স্টার পারফর্মারদের ধরে রাখাই চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টের চেষ্টা ছিল। ওই ক্রিকেটারদের মধ্যে ছিলেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি, সুরেশ রায়না, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং ফাফ ডুপ্লেসিসের মত তারকারা। কিন্তু চেন্নাই মাত্র ৩ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। তারা হলেন ধোনি, রায়না ও জাদেজা। 

চেন্নাই তাকে ধরে রাখার পর একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে ধোনিকে চেন্নাইয়ের এগ্রিমেন্টে সাক্ষর করতে দেখা যাচ্ছে। দারুণ সেই মুহূর্তটিতে পাশে ছিল তার ছোট্ট মেয়ে জিভা। টেবিলে রাখা হোয়াইটনার নিয়ে খেলছিল সে। সোশ্যাল মিডিয়ায় ইদানিং বেশ সক্রিয় ধোনি। তাই সেই বিশেষ মুহূর্তটির ভিডিও পেতে দেরি হয়নি ভক্তদের।মন্তব্য