kalerkantho


আইপিএলে দল পেলে ভালো, না পেলে ব্যাপার না: সাকিব

কালের কণ্ঠ অনলাইন   

৪ জানুয়ারি, ২০১৮ ১৮:৫৯আইপিএলে দল পেলে ভালো, না পেলে ব্যাপার না: সাকিব

ফাইল ছবি

দীর্ঘ সাত বছর পর বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে তার দল কলকাতা নাইট রাইডার্স। জাতীয় দলের জার্সির পর এই ফ্র্যাঞ্চাইজির জার্সিতেই বেশিবার খেলেছেন সাকিব। এবার ছিঁড়ল সেই বন্ধন। ছেড়ে দেওয়া হতে পারে অধিনায়ক গৌতম গম্ভীরকেও। আসলে বিসিসিআইয়ের নতুন আইনের কারণেই এই সংকট। বাধ্য হয়ে সাকিবকে উঠতে হচ্ছে নিলামে। চলতি মাসের শেষে অনুষ্ঠিতব্য এই নিলামে দল পাওয়া-না পাওয়া নিয়ে খুব একটা চিন্তিত নন সাকিব। 

আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের এক ফাঁকে বিশ্বসেরা অল-রাউন্ডার মুখোমুখি হলেন সাংবাদিকদের। যথারীতি প্রশ্ন উঠল আইপিএল নিয়ে। সাকিবের ভাবলেশহীন জবাব, 'এখানে ভালো লাগা-খারাপ লাগার কোনো বিষয় নেই। নিলামে নাম থাকবে, যদি কোনো দল নেয় তাহলে ভালো। আর না করলেও ব্যাপার না।'

এরপরেই অবশ্য ঘরের মাঠে আসন্ন ত্রিদেশীয় সিরিজ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানালেন সাকিব। তার চোখে, বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সমুহ সম্ভাবনাই প্রবল। তবে শ্রীলঙ্কা আর জিম্বাবুয়েকে মোটেও খাটো করে দেখছেন না তিনি। এমনকী চন্দ্রিকা হাথুরুসিংহের দলের কাছ থেকে সিরিজে কঠিন প্রতিদ্বন্দ্বীতাও আশা করছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

সাকিব বললেন, 'আমরা তো মনে করি আমাদের খুব ভালো সম্ভবনাই আছে। কিন্তু দুইটা দলই ভালো। কেউই খারাপ না। আর যেহেতু দুইটা দলই আমাদের খেলোয়াড় এবং কন্ডিশন সম্পর্কে ভালো জানে তাই আমার মনে হয় কঠিন প্রতিদ্বন্দ্বিতাই হবে। তবে যেহেতু আমরা অনেক ভালো একটা দলে পরিণত এখন, তাই আমাদের ভালো করার সম্ভবনাই অনেক বেশি।'মন্তব্য