kalerkantho


যে কারণে ভারতকে পাত্তাই দিতে চান না ফিল্যান্ডার!

কালের কণ্ঠ অনলাইন   

৪ জানুয়ারি, ২০১৮ ১৫:৪৭যে কারণে ভারতকে পাত্তাই দিতে চান না ফিল্যান্ডার!

মাঠের খেলা শুরুর আগে প্রতিপক্ষ স্বাগতিক শিবির থেকে হুমকি আসাটা বিরাট কোহলিদের জন্য সুখের বিষয় নিশ্চয়ই নয়। ইতিমধ্যেই প্রায় 'অজেয়' হয়ে যাওয়া ভারতকে মোটেই পাত্তা দিচ্ছে না প্রোটিয়া গতি তারকা ভারনন ফিল্যান্ডার। কারণ ভারত তো দেশের মাটিতে বাঘ, উপমহাদেশের বাইরেই হবে তাদের আসল পরীক্ষা। বল হাতে সেই পরীক্ষাটা নিতে উন্মুখ হয়ে আছেন ফিল্যান্ডার।

ভারতকে রীতিমত চ্যালেঞ্জ জানিয়ে ফিল্যান্ডার বলেন, 'ভারত তো ঘরের মাঠেই বেশির ভাগ ম্যাচ খেলে থাকে। দক্ষিণ আফ্রিকায় কিন্তু একদম আলাদা পরিস্থিতি। আগে দেখুন, প্রথম টেস্টে ওরা হার এড়াতে পারে কিনা...!'

শুক্রবারের উইকেট দেখেই ভারতের বিপক্ষে একাদশ ঠিক করা হবে জানালেন ফিল্যান্ডার। তবে তিন পেসার ও এক স্পিনার কম্বিনেশনে একাদশ সাজানোই নাকি টিম ম্যানেজম্যান্টের ভাবনায় আছে। ৩২ বছর বয়সী এই পেসার বলেন, 'শুক্রবার উইকেট ও আবহাওয়া দেখেই একাদশ চূড়ান্ত করা হবে। সবুজ উইকেটের সঙ্গে মেঘলা আবহাওয়া থাকলে আমরা চার পেসারেও খেলতে পারি। তবে গত ১৮ থেকে ২৪ মাস আমরা তিন পেসার ও এক স্পিনারে খেলে ভালো ফল পেয়েছি।'

এরপর আবারও হুমকি। ভারতের মাটিতে ২০১৫ সালে ৩-০ ব্যাবধানে ধবলধোলাই হয়েছিল প্রোটিয়ারা। ফিল্যান্ডার তাই চ্যালেঞ্জ জানিয়েই বললেন, 'ওদের বিপক্ষে ২০১৫ সালের সিরিজটা বেশ হতাশ করেছিল আমাদের। তবে এবার সেরা খেলা খেলতে চাই। এখানে সবুজ উইকেটে বাউন্সের চেয়েও বল সুইং করবে বেশি। দিন শেষে ২০ উইকেট নেওয়াই আমাদের প্রধান লক্ষ্য থাকবে।'

সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকরা থাকলে অন্তত বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন আসবেই। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে ফিল্যান্ডারের সোজাসাপ্টা জবাব, 'আগেই বলেছি লড়াইটা হবে ব্যাটসম্যানদের সঙ্গে বোলারদের। কোনো নামের বিপক্ষে আমরা লড়ছি না। কোহলির পাশাপাশি আরও ৯ জন ব্যাটসম্যানকে আউট করতে হবে। আমাদের লক্ষ্য সেটাই।'মন্তব্য