kalerkantho


পিচ নিয়ে আবারও বিস্ফোরক স্মিথ; তামিম শুনছেন?

কালের কণ্ঠ অনলাইন   

৪ জানুয়ারি, ২০১৮ ১৫:৩১পিচ নিয়ে আবারও বিস্ফোরক স্মিথ; তামিম শুনছেন?

মেলবোর্ন টেস্ট শেষেই প্রতিপক্ষ অধিনায়ক জো রুটের সঙ্গে গলা মিলিয়ে অজি ক্যাপ্টেন কঠোর সমালোচনা করেছিলেন ঘরের মাঠ মেলবোর্নের উইকেট নিয়ে। তার ওই ক্ষুব্ধ মতামতের পর এক কাঠি এগিয়ে এমজিসির উইকেটকে 'নিম্নমানের' হিসেবে ঘোষণা করে আইসিসি। এই ঘোষণার পর আবারও পিচ নিয়ে মুখ খুললেন অজি অধিনায়ক।

আইসিসির রায় নিয়ে স্মিথ এবার বলেছেন, 'আইসিসির এই রায়ের মানে হল মাঠের অবস্থা করুণ। আমি জানি না, আগামী বছর আইসিসি নতুন কী রায় দেবে। তবে আশা করছি, এমসিজি কর্তারা নিশ্চয়ই আরও ডিমেরিট পয়েন্ট পেতে চাইবে না।'

স্মিথ আরও বলেছেন, 'বক্সিং ডে টেস্টের উইকেট নিয়ে আমরা সত্যিই খুব হতাশ। এই উইকেটে পেস নেই, বাউন্স নেই, বোলারদের জন্য মৃত উইকেট। টেস্টের উইকেট যদি ব্যাটসম্যান আর বোলারদের জন্য ব্যালেন্সড না হয়, তাহলে খুবই সমস্যা।'

এর আগে বক্সিং ডে টেস্ট শেষে স্টিভেন স্মিথ বলেছিলেন, 'এটি বক্সিংডে টেস্ট খেলার জন্য নয়। এমন পিচে কোনো ফলাফল আশা করা বা ফলাফলের জন্য লড়াই করা বোকামি। অবশ্যই ভালো পারফর্মেন্সের পর আপনি ফলাফল দেখতে চাইবেন। কিন্তু আমরা তা করতে পারিনি। এ জন্য পিচই দায়ী। পিচ খেলার অনুপযোগী থাকলে ফলাফল পাওয়া কঠিন।'

তারপর ম্যাচ রিপোর্টে আইসিসির ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে লিখেছিলেন, 'পিচের বাউন্স ছিল মাঝারি। তবে গতি ছিল মন্থর, ম্যাচ যত এগিয়েছে, আরও মন্থর হয়েছে। পাঁচদিনে উইকেটের আচরণ বদলায়নি, প্রকৃতিগতভাবে ক্ষয়ও হয়নি। এজন্যই ব্যাটে-বলে লড়াইয়ের সমতার সুযোগ দেয়নি পিচ। ব্যাটসম্যানদেরও খুব বেশি সহায়তা করেনি, বোলারদেরও উইকেট নেওয়ার যথেষ্ট সুযোগ দেয়নি।'

বিপিএলের পঞ্চম আসরে পিচ নিয়ে কড়া মন্তব্য করায় ৫ লাখ টাকা জরিমানা দিতে হয়েছে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। শুনতে হয়েছে সতর্কবাণী। হারাতে হয়েছে টেস্টের সহ-অধিনায়কত্ব। তামিম নিশ্চয়ই স্মিথের এই কথাগুলো জানতে পেরেছেন। স্মিথের কিন্তু কোনো শাস্তি হয়নি। বরং, এমসিজি ক্লাব কমিটি এই উইকেট পরিবর্তনের বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।মন্তব্য