kalerkantho


বাকৃবিসাস'র ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

বাকৃবি প্রতিনিধি    

৩ জানুয়ারি, ২০১৮ ১৫:১১বাকৃবিসাস'র ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস) আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে মো. আশরাফুল আলম (ইনকিলাব) ও আহাদ আলম শিহাব (সমকাল) জুটি ২-১ সেটে আবুল বাশার মিরাজকে (কালের কণ্ঠ) ও শাহরিয়ার আমিনকে (বিডি২৪ লাইভ) পরাজিত করে চ্যাম্পিয়ন হন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার পান শাহরিয়ার আমিন।

সাংবাদিক সমিতির সভাপতি এস এস আশিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী। এ ছাড়া প্রক্টর অধ্যাপক ড. মো আতিকুর রহমান খোকন, প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক দীন মোহাম্মদ দীনু ও বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নাজিব মুবিন।মন্তব্য