kalerkantho


ভক্তদের সুখবর দিলেন জেসুস

কালের কণ্ঠ অনলাইন   

২ জানুয়ারি, ২০১৮ ১৪:৪৯ভক্তদের সুখবর দিলেন জেসুস

ক্রিষ্টাল প্যালেসের সাথে মারাত্মক ইনজুড়িতে পড়ে ম্যাচের মাত্র ১১ মিনিটের সময়ই মাঠ ছাড়েন ব্রাজিল তারকা গ্যাব্রিয়েল জেসুস। ম্যাচ শেষে কোচ গার্দিওলা বলেছিল জেসুস সম্ভবত ১ থেকে ২ মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে পারে। তবে এবার ভক্তদের সেই তুলনায় কিছুটা সুখবরই দিলেন ব্রাজিলিয়ান তারকা। সোশ্যাল মিডিয়ায় নিজের ইনজুড়িকে ছোট বলেই জানান তিনি।


আরো পড়ুন: 'গোল্ডেন বয়' এর সেরা তিনে এমবাপে-দেম্বেলে-জেসুস


জেসুস বলেন,  আজ আমার মেডিকেল রিপোর্ট হাতে পেয়েছি। ইনজুড়ি ততটা গুরুতর নয়। ইশ্বরকে ধন্যবাদ, আমার অপারেশন টেবির পর্যন্ত যেতে হয়নি এবং যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চাই। সেই সাথে সকল ভক্তদের নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। শুভেচ্ছা জানিয়ে জেসুস বলেন, আশা করি ২০১৮ সালটি আমারই হবে।

 মন্তব্য