kalerkantho


জেসুসের চোট শংকায় ফেলে দিল ম্যান সিটিকে

কালের কণ্ঠ অনলাইন   

১ জানুয়ারি, ২০১৮ ১৩:৩১জেসুসের চোট শংকায় ফেলে দিল ম্যান সিটিকে

ছবি: এএফপি

টানা ১৮ ম্যাচ জয়ের পর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলশুন্য ড্রয়ের ম্যাচে আরও একটি দুঃসংবাদ ম্যাঞ্চেস্টার সিটির জন্য। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২৩তম মিনিটে চোট পেয়ে ভেজা চোখে মাঠ ছেড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। অন্তত দুই মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জেসুস মাঠ ছাড়ার পর তার জায়গায় মাঠে নামেন সের্হিও আগুয়েরো। জেসুসের অবস্থা দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে হাঁটুতে আঘাত পেয়ে থাকতে পারেন তিনি।

ম্যাচ শেষে সিটি বস পেপ গার্দিওলা বলেছেন, 'সে চোটাক্রান্ত। আশা করি, এটা জটিল কিছু না। তবে তাকে হয়তো এক-দুই মাস বাইরে থাকতে হতে পারে।'

চোট শুধু জেসুসই আক্রান্ত হননি, ম্যাচর শেষ দিকে চোট পেয়েছেন সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনও। তাকেও স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে। তবে তার অবস্থা ততটা আশংকাজনক নয়। মেডিক্যাল স্টাফদের সহযোগিতায় দলের ড্রেসিং রুমের পেছনে হাঁটতে দেখা গেছে ব্রুইনকে। তাই আপাতত জেসুসকে নিয়েই দুঃশ্চিন্তায় গার্দিওলা।মন্তব্য