kalerkantho


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে স্টিভের ওয়াহর ছেলে

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ডিসেম্বর, ২০১৭ ১৬:০৫অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে স্টিভের ওয়াহর ছেলে

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন দেশটির সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহর পুত্র অস্টিন ওয়াহ। এছাড়া আছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের পুত্র উইল সাদারল্যান্ড। দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উইল। অধিনায়কত্ব করবেন জেসন সাংহা।

গত মাসে সবচেয়ে কম বয়সী অস্ট্রেলিয়ার ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরি করেন সাংহা। অ্যাশেজ সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে টাউন্স ভিলে তৃতীয় প্রস্তুতিমূলক ম্যাচের তৃতীয় ইনিংসে ১৩৩ রান করেন তিনি।

২০১৬ সালে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে অনবদ্য সেঞ্চুরি হাঁকান অস্টিন। চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া যুব দলের অধিনায়কত্ব করেন কিংবদন্তি অধিনায়কের ছেলে। ৫ ম্যাচের সিরিজটি শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জিতেছিলো অজিরা। 

আগামী ১৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন আসর গ্রুপ পর্বে 'বি' তে রয়েছে অস্ট্রেলিয়া। ১৪ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যাত্রা শুরু করবে অজিরা। এরপর জিম্বাবুয়ে ও পাপুয়া নিউগিনির বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের বাকি ম্যাচগুলো খেলবে তারা।মন্তব্য