kalerkantho


সানিয়া মির্জার প্রিয় ক্রিকেটার কে?

কালের কণ্ঠ অনলাইন   

৭ ডিসেম্বর, ২০১৭ ১৬:২৮সানিয়া মির্জার প্রিয় ক্রিকেটার কে?

ছবি: টুইটার

তিনি ক্রিকেট জগতের কেউ নন। ভারতীয় টেনিসের সুপারস্টার। তবে ক্রিকেটের সঙ্গে তার নিকটতম সম্পর্ক আছে। স্বামী শোয়েব মালিক পাকিস্তানের তারকা ক্রিকেটার। দুজনের বিয়ে এবং সংসার নিয়ে তাই সবসময় আলোচনা চলতেই থাকে। বিপিএলে শোয়েব মালিকের খেলা দেখতে সদ্যই বাংলাদেশ এসে ঘুরে গেছেন সানিয়া। কিন্তু তার প্রিয় ক্রিকেটার কে?

পাঠকরা নিশ্চয়ই ভাবছেন, এটা আর এমন কঠিন প্রশ্ন হলো নাকি? নিশ্চয়ই শোয়েব মালিক তার প্রিয় ক্রিকেটার। এই কথা একেবারে মিথ্যা নয়। স্বামী শোয়েব মালিক তো তার প্রিয় ক্রিকেটার হবেনই। কিন্তু তারপর কাকে সবচেয়ে পছন্দ করেন সানিয়া? বিরাট কোহলি কিংবা মহেন্দ্র সিং ধোনি কিন্তু এই তালিকায় নেই। ভারতীয় টেনিস সেনসেশনের প্রিয় ক্রিকেটার ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার।

সোশ্যাল সাইট টুইটারে নিয়মিত পাওয়া যায় সানিয়াকে। সেখানে '#sananswers' হ্যাশট্যাগে ভক্তদের নানা প্রশ্নের জবাব দেন ৩১ বছরের এই টেনিস তারকা। এবার একজন প্রশ্ন করেছিলেন, স্বামী শোয়েব মালিক ছাড়া তার সবচেয়ে ফেভারিট ক্রিকেট খেলোয়াড় কে? জবাবে সানিয়া বলে দিলেন শচীন টেন্ডুলকারের নাম। 

এছাড়া তাকে প্রশ্ন করা হয়েছিল ফেভারিট টেনিস তারকাকে নিয়ে। সানিয়া কিন্তু কোনো নারী কিংবদন্তির নাম বলেননি। বলেছেন সুইজারল্যান্ডের কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরারের নাম। কারণ রজার একজনই, ফেদেরার!মন্তব্য