kalerkantho


গুরুত্বহীন ম্যাচে ব্যাটিংয়ে চিটাগং ভাইকিংস

কালের কণ্ঠ অনলাইন   

৫ ডিসেম্বর, ২০১৭ ১৮:০০গুরুত্বহীন ম্যাচে ব্যাটিংয়ে চিটাগং ভাইকিংস

বন্দরনগরীর দলটির জন্য এই ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা মাত্র।  ১১ ম্যাচে মাত্র ২ জয়ে পয়েন্ট তালিকার তলানিতে থাকা কখনো লুক রনচি, কখনো মিসবাহ আবার কখনো এনামুল হক বিজয়ের দল চিটগং ভাইকিংস এমনিতেই ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। অন্যদিকে রাজশাহী কিংসেরও একই অবস্থা। তারা পয়েন্ট তালিকার ৬ নম্বরে। আজকের ম্যাচটি তাদের জন্যও আনুষ্ঠানিকতা মাত্র।

এই সমীকরণে দাঁড়িয়ে আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় খেলায় টসে জিতে চিটাগংকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে রাজশাহী কিংস। আজও রাজশাহীর নেতৃত্বে আছেন মুশফিকুর রহিম। অন্যদিকে চিটাগং ভাইকিংসের নেতৃত্ব দেবেন লুক রনচি।

১১ ম্যাচে চিটাগংয়ের ২ জয়ের বিপরীতে সমান সংখ্যক ম্যাচে ৪টি জয় তুলে নিয়েছে রাজশাহী কিংস। আজ দিনের প্রথম খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে পৌঁছে গেলে খুলনা টাইটানস। শীর্ষ চার দলের অবস্থানগত পরিবর্তন হলেও কোনো দল শীর্ষ চার থেকে নেমে যায়নি। আপাতত সেই সম্ভাবনাও শুন্য।মন্তব্য